তিরুঅনন্তপুরম: বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচেই জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। গত ২টো বিশ্বকাপের সর্বােচ্চ উইকেটশিকারি স্টার্ক নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমে হ্যাটট্রিক করলেন। শুধু তাইই নয়, নিজের প্রথম ২ ওভারেই তুলে নিলেন প্রতিপক্ষের ৩ উইকেট। প্রথম উইকেটটি তিনি ডাচ ব্যাটারকে লেগবিফোর করে দেন। পরের দুটো উইকেটে প্রতিপক্ষ দলের ব্যাটার বোল্ড হয়ে যান স্টার্কের গতির সামনে আত্মসমর্পন করে। 


গতকাল ডাচদের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে দাঁড়ায়। নির্ধারিত ২৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৬ রান তুলে নেয় অজিরা। অর্ধশতরান হাঁকান স্টিভ স্মিথ। ভাল ইনিংস খেলেন অ্য়ালেক্স ক্যারি ও ক্যমেরন গ্রিন। জবাবে ব্য়াট করতে নেমে প্রথম থেকেই পরপর উইকেট হারাতে থাকেন অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক কামিন্স প্রথম ওভার তুলে দিয়েছিলেন স্টার্কের হাতে। আগের দুটো বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি। এবারও সেরা বোলিং পারফরম্যান্স দেওয়ার নিরিখে তাঁকেই বাজি রেখেছেন অনেকে। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খুব একটা আহমরি পারফরম্যান্স ছিল না। তবে প্রথম ওয়ার্ম আপ ম্য়াচেই বুঝিয়ে দিলেন যে কেন এই বাঁহাতি পেসারকে বিশ্বের অন্যতম সেরার তালিকায় রাখা হয়। প্রথম ওভারের শেষ ২দুটো বলে ফেরালেন নেদারল্যান্ডসের ম্য়াক্স ওডৌড ও ওয়েলসি বারেসিকে। ইনিংসের তৃতীয় ওভারে ফিরে এসে প্রথম বলেই বেল্ড করে দেন বাস ডি লিডকে। নিঁখুত ইয়র্কারে স্ট্যাম্প নাড়িয়ে দেন তারকা পেসার। নেদারল্যান্ড রান তাড়া করতে নেমে যখন ৪ উইকেট হারিয়ে ৮৬ রান বোর্ডে তুলেছে, তখনই ফের বৃষ্টি নামবে শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি। স্টার্ক ৩ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। 


 






ভারতত-ইংল্যান্ড ম্যাচও পরিত্যক্ত


বিশ্বকাপের  আগে শেষবার কোনও বড় দলের বিরুদ্ধে নিজেদের জরিপ করে নেওয়ার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। তাও যে সে দল নয়, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড । গুয়াহাটিতে শনিবার যাদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল রোহিত শর্মাদের। কিন্তু বাদ সাধল বৃষ্টি। এক বলও খেলা হল না। তাই প্রস্তুতির সুযোগ হাতছাড়া হল টিম ইন্ডিয়ার।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে ম্যাচ যে সময় শুরু হওয়ার কথা হয়েছিল, তার ঠিক ১০ মিনিট আগে বৃষ্টি নামে। রীতিমতো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামে। খেলা দেখতে মাঠে এসেছিলেন বেশ কিছু দর্শক। তাঁদের হতাশ হয়েই ফিরতে হল।