নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হওয়া লকডাউন মেনে চলছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা। তাঁরা বাড়িতেই আছেন। আজ ইনস্টাগ্রামে তাঁদের ছবি পোস্ট করে বিরাট সবাইকে ঘরবন্দি থাকার আর্জি জানিয়েছেন।

করোনার জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ বাতিল হয়ে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে বিরাট। তিনি নিউজিল্যান্ড সফরে রান পাননি। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফর্মে ফেরার লক্ষ্যে ছিলেন। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে যাওয়ায় তাঁর লক্ষ্যপূরণ হয়নি। এরপর আইপিএল-ও স্থগিত হয়ে গিয়েছে। এবার আইপিএল আদৌ হবে কি না, সেটা নিয়েই সংশয় রয়েছে। ফলে বিরাট কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।

বাড়িতে বসে থাকলেও, করোনা ত্রাণে এগিয়ে এসেছেন বিরাট-অনুষ্কা। তাঁরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন। তবে কত টাকা দিয়েছেন, সেটা তাঁরা গোপন রেখেছেন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য বারবার সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন এই তারকা দম্পতি।