নয়াদিল্লি: ২ এপ্রিল, ২০১১। ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। লর্ডসে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের বিশ্বকাপ জয়ের ২৮ বছর পর ফের বিশ্বজয়। মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। রান তাড়া করতে নেমে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গৌতম গম্ভীর। তবে সেই ইনিংসকেও ছাপিয়ে যায় মাহির অপরাজিত ৯১। ব্যাটিং অর্ডার বদলে যুবরাজের আগে ব্যাটিং করতে আসা এবং শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ তালুবন্দি করা, সঙ্গে অবশ্যই সেই ‘সিগনেচার সিক্স’। ক্রিকেটের সর্বকালীন সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম একটি এই ছবি। ৭৯ বলে ৯১ রানের সেই ইনিংসের জন্য বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন মাহি।




ওই বছরই নিলাম হয় ধোনির সেই ব্যাট। যে ব্যাটে ভারতের বিশ্বকাপ জয়ের ইতিহাস লেখা হয়, তার দাম ওঠে ৭২ লাখ টাকা। গোটা বিশ্বে এটাই কোনও ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দাম।  লন্ডনে আয়োজিত ওই নিলামে ধোনির স্বাক্ষর করা সেই ব্যাটটি কিনে নেয় আর কে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিস নামের একটি ভারতীয় সংস্থা।


পড়ুন: ধোনির চূড়ান্ত ছক্কা নিয়ে মাতামাতিতে ক্ষুব্ধ গৌতম গম্ভীর


প্রসঙ্গত, ধোনির স্ত্রী সাক্ষীর স্বেচ্ছাসেবী সংস্থার তরফেই এই নিলামের আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে এই ব্যাট গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও নিজের স্বাক্ষর রেখে যায়।