মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। শুধু হারই নয়। সেঞ্চুরিয়ন টেস্টের পর দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। অভিজ্ঞ তারকাদের বাইরে রেখে তরুণ দলকে নিয়ে এবারের প্রোটিয়া সফরে এসেছে ভারতীয় দল। জয়সওয়াল, গিল, শ্রেয়সদের ওপর ব্যাটিং অর্ডারে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম টেস্টে কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মিডল অর্ডারে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের মত অভিজ্ঞদের অভাব পরিষ্কার বোঝা গিয়েছে। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহও এক সাক্ষাৎকারে তেমনই বললেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার খেলেছেন পূজারা। অন্যদিকে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহানেকে দেখা গিয়েছিল শেষবার। প্রাক্তন ভারতীয় স্পিনার বলছেন, ''রাহানে ও পূজারাকে কেন এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে রাখা হল না তা আমার জানা নেই। ওরা এমন দুজন ব্যাটার যাঁরা টেস্টে গোটা বিশ্বে রান করেছেন। পূজারার শেষ কয়েক বছরের পারফরম্যান্স যদি দেখা যায়, তাহলেই বোঝা যাবে যে কোহলির মতই রান করেছে ও। আমি এখনও জানি না কেন পূজারাকে দলের বাইরে রাখা হল। টেস্টে ভারতীয় দলে এখনও পূজারার থেকে সেরা ব্যাটার নেই বলেই আমি মনে করি। ও মন্থর গতিতে খেলে, কিন্তু তার জন্যই ভারত অনেক ম্যাচে হার থেকে বেঁচেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ও যা করেছে, তা সবাই দেখেছে।'' উল্লেখ্য, ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৯২৮ রান করেছিলেন পূজারা। তাঁর আগে শুধু ছিলেন বিরাট কোহলি (৯৩২)।
মাত্র তিন দিনেই ইনিংসে ম্যাচ হারতে হয়েছে ভারতকে। এই প্রসঙ্গে ভাজ্জি বলেন, ''তিনদিনের খেলা হয়েছে। কিন্তু কোনও সময়ই মনে হয়নি যে ভারত খেলায় আধিপত্য বিস্তার করতে পেরেছে। প্রথম ইনিংসে ২৪৫ রান করেছিল ভারত। যার জন্য কে এল রাহুলের ধন্যবাদ প্রাপ্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রান করেছে ভার। যদি বিরাটের রান বাদ দিই তবে ছবিটা আরও কঠিন দেখাবে।''
রোহিতের সাফাই
ম্য়াচে হারের পর সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা বলছেন, ''ভুলে গেলে চলবে না আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে (Australia and England) কেমন পারফর্ম করেছিলাম। আমাদের ব্যাটিং ভাল ছিল। কখনও কখনও ম্যাচের ফল নিজেদের পক্ষে যায় না। কখনও কখনও এমন খারাপ পারফরম্যান্স হয়ে যায়। এর মানে এমন নয় যে আমরা বিদেশের মাটিতে ব্যাটিং বাল করতে পারি না। কিন্তু কখনও কখনও প্রতিপক্ষ আমাদের থেকেও ভাল পারফর্ম করে। শেষ চারটি বিদেশ সফরে আমাদের পারফরম্যান্স কিন্তু আমাদের হয়েই কথা বলছে।'' রোহিত বলেন, ''টেস্ট জিততে হলে দল হিসাবে খেলতে হবে। এখানে আমরা টেস্ট শুরুর অনেক দিন আগে চলে এসেছিলাম। জানতাম এখানকার আবহাওয়া এবং পিচ কেমন। দলের প্রত্যেকে জানে তাদের থেকে কী চাওয়া হচ্ছে। প্রতিটা ক্রিকেটারের নিজস্ব পরিকল্পনাও থাকে। কিন্তু আমাদের ব্যাটারেরা পরীক্ষার মুখে পড়ে ব্যর্থ হয়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তারা।''