পার্থ: জয়ের সরণিতে ফিরল অস্ট্রেলিয়া। পারথে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিল অ্যারন ফিঞ্চের দল। ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন মার্কাস স্টোইনিস। তাঁর ৫৯ অপরাজিত ৫৯ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়াকে। 


টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস নামেন। কিন্তু কুশন মেন্ডিস মাত্র ৫ রান করে কামিন্সের বলে ক্য়াচ আউট হয়ে ফিরে যান। তবে নিসাঙ্কা ৪০ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে ধনঞ্জয় ডি সিলভা ২৬ ও আসালাঙ্কা ৩৮ রানের ইনিংস খেলেন। এছাড়া কেউই আর বড় রান করতে পারেননি। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানে। অজি বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, অ্যাস্টন অগার, ম্যাক্সওয়েল। 


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান করে ফিরে যান ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চ ৩১ রান করে অপরাজিত থেকে যান। মাঝখানে মিচেল মার্শ ১৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রানের ইনিংস খেলেন। তবে খেলার রাশ নিজেদের দিকে টেনে আনেন মার্কাস স্টোইনিস। ১৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা। 


সিডনি অনুশীলন সাড়লেন রোহিতরা





পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝরান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।


ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে।