ক্রাইস্টচার্চ: বল স্পষ্টভাবে লাগছে ব্য়াটে। এতই স্পষ্ট যে, ধারাভাষ্যকারেরা পর্যন্ত বলে দিলেন, নট আউট। বাংলাদেশের ক্রিকেটারদের এলবিডব্লিউয়ের (NZ vs Bang) জোরাল আবেদন আম্পায়ার খারিজও করে দিলেন তৎক্ষনাৎ। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারেরা মানতে পারলেন না। ডিআরএস নিলেন। টিভি রিপ্লেতে দেখা গেল, বল ব্যাটের কার্যত মাঝখানে লাগছে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখলেন টিভি আম্পায়ার। পাশাপাশি ডিআরএস নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল বাংলাদেশ ক্রিকেট দলকে।


টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষে বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বিশ্বে খবরের শিরোনামে। প্রথমত টেস্টের বিশ্বসেরা কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের জন্য। প্রথম টেস্ট জয়ের খুব কাছে দাঁড়িয়ে তাঁরা। দ্বিতীয় কারণ তাদের অবাক করা একটা রিভিউয়ের (DRS) সিদ্ধান্ত।


ঠিক কী হয়েছিল? ম্যাচে তখন ২ উইকেট হারিয়ে ৯০ রান বোর্ডে তুলেছে কিউয়িরা। ব্যাটিং করছিলেন রস টেলর (Ross Taylor)। তাস্কিন আহমেদের বলে টেলরের বিরুদ্ধে জোরাল এলবিডব্লিউয়ের আবেদেন নাকচ করেন আম্পায়ার। কারণ বল প্যাডের ধারে কাছেও নেই। বোলার তাস্কিন (Taskin Ahmed) অধিনায়ককে রিভিউ নিতে বললেন। অধিনায়ক মোমিনুলও রাজি। থার্ড আম্পায়ার মাত্র একবার রিপ্লে দেখেই আবেদন খারিজ করে দিলেন।


 






তারপরই বাংলাদেশ ক্রিকেটারদের বিদ্রুপ করা হচ্ছে। বল যেখানে পরিষ্কার ভাবে ব্যাট লাগছে, তখন কীভাবে রিভিউ করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ক্রিকেটারেরা, তা ভেবে অবাক সমর্থকরাও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠেই টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করার পথে বাংলাদেশ। রস টেলরকে আউট করতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ ঐতিহাসিক জয়ের পথে একমাত্র বাধা হয়ে উঠতে পারেন টেস্ট কেরিয়ারের শেষ সিরিজ খেলতে নামা রস টেলর।


আরও পড়ুন: করোনা আক্রান্ত দিন্দা, রয়েছে মৃদু উপসর্গ, বাড়িতেই কোয়ারেন্টিনে


চতুর্থ দিনের শেষে ১০১ বল খেলে ৩৭ রানে অপরাজিত টেলর। সঙ্গে আছেন অলরাউন্ডার রচিন রবীন্দ্র। যিনি ভারতের বিরুদ্ধে ম্যাচ বাঁচিয়েছিলেন। তাই পঞ্চম দিন সকালে রস টেলর ও রচিনের উইকেট চাই মোমিনুলদের। চতুর্থ দিন চার উইকেট নিয়ে বাংলাদেশ বোলিংয়ের নায়ক ইবাদত হোসেন। শেষ সেশনে তিনটি উইকেট তুলে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।