২৭ অগাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এক ওভারে ৩২ রান দেন বিনি। তাঁর বলে পাঁচটি ছক্কা মারেন ক্যারিবিয়ান ওপেনার এভিন লিউইস। ভারতের সব বোলারই সেই ম্যাচে মার খান। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ২৪৫ রান করে।
ক্যারিবিয়ানদের বিশাল স্কোর তাড়া করতে নেমে ভারতীয় দলও যোগ্য জবাব দেয়। তবে শেষপর্যন্ত মাত্র এক রানে হেরে যায় ভারত। এরপরেই ট্যুইটারে বিনি ও তাঁর স্ত্রীকে নিয়ে ব্যঙ্গ শুরু হয়।
বেশিরভাগ ট্যুইটেই শালীনতার সীমা মানা হয়নি।
এই ধরনের ট্যুইট দেখে আজ পাল্টা ট্যুইট করে জবাব দিয়েছেন ময়ন্তী।