জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রবিবারই ব্রডের দাপটে জোড়া উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে তাদের রান ছিল ২ উইকেটে ১০।
সোমবারের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। মঙ্গলবার ব্রড ওয়েস্ট ইন্ডিজকে প্রতিরোধ গড়ে তোলার কোনও সুযোগই দেননি। ১৯ রানে ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডব্লু আউট করে দেন তিনি। ৩৪ বছরের ব্রড ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের শেষ চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন উইকেট হারায় ব্রডের বোলিংয়েই। আর এভাবেই দাপটের সঙ্গে সপ্তম টেস্ট ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ব্রড।
তিন বছর আগে লর্ডসে ব্রেথওয়েটই ছিলেন ইংল্যান্ডের পেসার জেমস আন্ডারসনের ৫০০ তম টেস্ট উইকেট।
মঙ্গলবার ব্রডের সঙ্গে বোলিং ওপেন করেন আন্ডারসন। কিন্তু ক্যারিবিয়ান শিবিরে ধাক্কা দেন ক্রিস ওকস। ৫০ রানে ৫ উইকেট নেন তিনি।