ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারাল ইংল্যান্ড। আর এই জয়ের পথেই ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড তাঁর ৫০০ তম টেস্ট উইকেট দখল করলেন। ম্যাচে ৬৭ রানে ১০ উইকেট নিয়ে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন ব্রড। ম্যাঞ্চেস্টারে বৃষ্টি বিঘ্নিত টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ১২৯ রানে অল আউট হয়ে যায়। সেইসঙ্গে কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাবের পর প্রথম টেস্ট সিরিজ ২-১ জিতে নিল আয়োজক দেশ। এরপরই ইংল্যান্ড আগামী সপ্তাহ থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে।
জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রবিবারই ব্রডের দাপটে জোড়া উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে তাদের রান ছিল ২ উইকেটে ১০।


সোমবারের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। মঙ্গলবার ব্রড ওয়েস্ট ইন্ডিজকে প্রতিরোধ গড়ে তোলার কোনও সুযোগই দেননি। ১৯ রানে ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডব্লু আউট করে দেন তিনি। ৩৪ বছরের ব্রড ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের শেষ চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন উইকেট হারায় ব্রডের বোলিংয়েই। আর এভাবেই দাপটের সঙ্গে সপ্তম টেস্ট ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ব্রড।
তিন বছর আগে লর্ডসে ব্রেথওয়েটই ছিলেন ইংল্যান্ডের পেসার জেমস আন্ডারসনের ৫০০ তম টেস্ট উইকেট।
মঙ্গলবার ব্রডের সঙ্গে বোলিং ওপেন করেন আন্ডারসন। কিন্তু ক্যারিবিয়ান শিবিরে ধাক্কা দেন ক্রিস ওকস। ৫০ রানে ৫ উইকেট নেন তিনি।