লন্ডন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সফল বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। শনিবার ইংল্যান্ড তারকা নিজের বর্ণময় কেরিয়ারে আরও এক কৃতিত্ব গড়লেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার (Glenn Mcgrath) সমসংখ্যক টেস্ট উইকেট নিয়ে এখন লাল বলের ক্রিকেটে যুগ্মভাবে দ্বিতীয় সফলতম ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডই। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (ENG vs SA) সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাকগ্রার কৃতিত্বে ভাগ বসালেন ব্রড।
ইতিহাস ব্রডের
আনরিখ নোখিয়ার উইকেট নিয়ে ব্রড ম্যাকগ্রাকে স্পর্শ করেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তিনি ৪১ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। এই চার উইকেটের সুবাদেই টেস্ট ক্রিকেট তাঁর উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৬৩। ১৫৯টি টেস্ট ম্যাচ খেলে ২৭.৮৪-র গড়ে ব্রড এই উইকেটগুলি নিয়েছেন। ম্যাকগ্রা অবশ্য ব্রডের থেকে অনেক কম, ১২৪টি টেস্টে ২১.৬৪-র গড়ে ৫৬৩টি উইকেট নিয়েছিলেন। ফাস্ট বোলার হিসাবে টেস্টে ব্রডের থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র একজনের রয়েছে। তিনি ব্রডেরই সতীর্থ জেমস অ্যান্ডারসন।
অ্যান্ডারসন ১৭৫টি টেস্টে ২৬.২৪ গড়ে ৬৬৫টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ম্যাচের প্রথম ইনিংসে তিনি এক উইকেট নেন। টেস্টে সর্বকালীন সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ব্রড আপাতত ষষ্ঠ স্থানে রয়েছেন। এদিন ম্যাচে মূলত ব্রডের চার ও ওলি রবিনসনের পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই প্রোটিয়াদের প্রথম ইনিংস ১১৮ রানেই শেষ হয়ে যায়। মার্কো জানসেন প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পরিস্থিতিও খুব একটা ভাল নয়।
ব্যর্থ ব্যাটাররা
ওলি পোপ ইংল্যান্ডের হয়ে ৬৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেললেও, বাকি ইংলিশ ব্যাটাররা এদিন কেউই ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে পারেননি। দলের প্রাক্তন অধিনায়ক জো রুটও ২৩ রান করেই আউট হন। ব্যাটের পর বল হাতেও প্রোটিয়াদের সফলতম বোলার জানসেনই। তিনি ৩৪ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটের বিনিময়ে ১৫৪ রান। ৩৬ রানের লিড রয়েছে ইংল্যান্ডের দখলে। প্রসঙ্গত, রানি এলিজাবেথের মৃত্যুর শোকপালনের উদ্দেশ্যে টেস্ট ম্যাচের প্রথম দুই দিন খেলা স্থগিত ছিল।
আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেতে চলেছেন হর্ষল, বুমরা?