জাকার্তা: জাপানের কাজুমাসা সাকাইকে স্ট্রেট গেমে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনে পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন কিদম্বী শ্রীকান্ত। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১১, ২১-১৯। মাত্র ৩৭ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছেন ভারতীয় শাটলার। এটি তাঁর তৃতীয় সুপার সিরিজ জয়। এই অসাধারণ জয়ের জন্য শ্রীকান্তকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় ব্যাডমিন্টন সংস্থার সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা, বীরেন্দ্র সহবাগরাও শ্রীকান্তকে অভিনন্দন জানিয়েছেন।


এর আগে ২০১৪ সালে চায়না সুপার সিরিজ প্রিমিয়ার এবং ২০১৫ সালে ইন্ডিয়া সুপার সিরিজ জিতেছিলেন শ্রীকান্ত। আজ ফের সাফল্য পাওয়ার পর তিনি বলেছেন, ‘আমি এ বছরের এপ্রিলে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠেছিলাম। আজ সবচেয়ে বড় টুর্নামেন্ট জিতলাম। কোচকে বিশেষ ধন্যবাদ। যে সমর্থকরা আমার জন্য গলা ফাটিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ।’ দ্বিতীয় গেমে ৬-১১ পিছিয়ে পড়েছিলেন শ্রীকান্ত। সেখান থেকে দুর্দান্তভাবে ফিরে এসে ১৩-১৩ করার পর গেম ও ম্যাচ জিতে নেন। এটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন ভারতীয় শাটলার।