নয়াদিল্লি: মালয়েশিয়ার জোহর শহরে অনুষ্ঠিত হচ্ছে সুলতান অফ জোহর কাপ হকি টুর্নামেন্ট (Sultan of Johor Cup hockey tournament)। চলতি জোহর কাপ টুর্নামেন্টের ফাইনালে গেল ভারতীয় জুনিয়র হকি দল। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাটকীয় পরিস্থিতিতে গ্রেট ব্রিটেনের সঙ্গে ড্র করে ভারত। ম্যাচের ফল হয় ৫-৫। তবু ভারতীয় দল নিশ্চিত করল ফাইনালের টিকিট।                               


ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন পর্যায়ে দ্বিতীয় স্থানে শেষ করার ফলেই ফাইনালে চলে গিয়েছে ভারতীয় দল। শনিবার ফাইনালে ভারত নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।                             


শুক্রবার ভারত গ্রুপ পর্যায়ে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্রেট ব্রিটেনের। শেষ ম্যাচেই একেবারে টানটান উত্তেজনার সাক্ষী থাকলেন দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচ ৫-৫ ফলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়। গ্রুপ পর্বে নিজেদের ৫ ম্যাচে ভারতের সংগ্রহ দাঁড়ায় আট পয়েন্ট। গ্রুপ শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার (১৩) থেকে পাঁচ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে শেষ করে ভারতীয় দল।                                                                            


এদিন ভারতের হয়ে প্রথম গোলটি করেন পি ভি পোভান্না। ম্যাচের ৭ মিনিটে তিনি গোল করেন। ৫০ তম মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন আমনদীপ। ৫৩ মিনিটে তৃতীয় গোলটি করেন আরাইজিৎ সিংহ হুন্দাল। ৫৬ এবং ৫৮ তম মিনিটে ভারতের হয়ে দুটি গোল করেন সারদানন্দ তিওয়ারি।                                                


এই ম্যাচে ড্রয়ের ফলে গ্রেট ব্রিটেন ৭ পয়েন্টে শেষ করল টুর্নামেন্ট। অন্যদিকে ৭ পয়েন্টে শেষ করেছে জাপান দলও। অস্ট্রেলিয়া তাদের রাউন্ড রবিন পর্যায়ের শেষ‌ ম্যাচে ৬-১ গোলে কার্যত দুরমুশ করেছে দক্ষিণ আফ্রিকা দলকে। ফাইনালে দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতের।


আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের