কলকাতা: নাচের মঞ্চে এবার লড়াই দুই ক্যাপ্টেনের! ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ক্যাপ্টেন তৃণা সাহা (Trina Saha) চ্যালেঞ্জ করে বসলেন ক্যাপ্টেন দ্বীপান্বিতাকে! গানে, সুরে, তালে, লয়ে, ছন্দে পা মেলানোর লড়াইতে জমে উঠল নাচের মঞ্চ।                                             


'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে প্রতিযোগী যতই কমছে, ততই বাড়ছে প্রতিযোগিতার ঝাঁজ। বিচারকেরাও চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত থাকছেন।আর এবার নতুন প্রতিযোগিতা শুর হল। এর নিয়ম হল, এক ক্যাপ্টেন তার হাউজ থেকে এক প্রতিযোগিকে মঞ্চে পাঠাবে। তার পাল্টা অপর হাউজ থেকে মঞ্চে আসবে আরও এক প্রতিযোগী, মুখোমুখি নাচের লড়াইয়ে নামবে ২ জন।                                                   


আরও পড়ুন: Bangla Medium: 'কৃষ্ণকলি' জুটি এবার অন্যরূপে, আসছে নীল তিয়াসার নতুন ধারাবাহিক


এই প্রতিযোগিতাতেই ক্যাপ্টেন দ্বীপান্বিতাকে চ্যালেঞ্জ করলেন ক্যাপ্টেন তৃণা। সেই অনুষ্ঠানেই অনুব্রত মুগ্ধ করল ১০০ হাতের পারফরমেন্সে। 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর মঞ্চে বিচারক হিসেবে রয়েছেন, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও মনামী ঘোষ (Monami Ghosh)। 


কিছুদিন আগেই এই মঞ্চে হাজির হয়েছিলেন সৃজিলা। ধারাবাহিক 'মন ফাগুন' (Mon Phagun)-এ নায়িকার ভূমিকায় ছিলেন সৃজলা। দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হলেও কখনও ফটোশ্যুট কখনও বই লেখা, খবরের শিরোনাম হামেশাই থাকে সৃজিলার দখলে।                                                                                             









সেই মঞ্চেরই এক খুদের বেলি ডান্স বেশ নাম করেছে। তার নাম অনুব্রত। খুদের সঙ্গে পাল্লা দিয়েই বেলি ডান্স করলেন সৃজিলা। আর নায়িকার সেই বেলি ডান্স দেখে বিচারকের আসনে থাকা দেব, মনামী ও রুক্মিণী চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে পরলেন বাহবা দেওয়ার জন্য। 'মা শাহ আল্লা' গানের সঙ্গে সৃজলার সেই বেলি ডান্স কী মনে করিয়ে দিল বলিউড তারকা ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-কে?