নয়াদিল্লি: টানা পঞ্চমবার গ্র্যান্ডস্লাম (Grand Slm) খেলতে চলেছেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল (Sumit Nagal)। বিশ্বের ৯৮ নম্বর টেনিস প্লেয়ার সুমিত। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে দেখা যাবে এই তরুণকে। গত মরশুমে এই টুর্নামেন্টে যোগ্যতা নির্ণায়ক পর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে এবার সরাসরিই টুর্নামেন্টের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন নাগাল। গত মরশুমে যােগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছিলেন ৩১ তম বাছাই কাজাখাস্তানের আজেকজান্ডার বাবলিককে। ৬-৪, ৬-২, ৭-৬ (৫) ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। এরপরই মূলপর্বে গত মরশুমে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এরপরই চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় তারকা।


আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই জ্যানিক সিনার। এছাড়াও খেতাব জয়ের অন্যতম দাবিদার অ্য়ালেকজান্ডার জেভরেভ ও কার্লোস আলকারাজ। ২৪ গ্র্যান্ডস্লামের মালিক কিংবদন্তি নোভাক জকোভিচ রয়েছেন সাত নম্বরে। চলতি বছরে সবগুলো গ্র্যান্ডস্লামেই অংশ নিয়েছিলেন নাগাল। যদিও উল্লেখযোগ্য কোনও পারফরম্য়ান্স করতে পারেননি। প্য়ারিস অলিম্পিক্সে খেলতে নামলেও কোনও ফল হয়নি। তবে গত বছর বেশ আর্থিক সমস্যায় ভুগছিলেন ভারতের এক নম্বর টেনিস তারকা। 


জার্মানিতে নানশেল অ্য়াকাডেমিতে অনুশীলন করেন নাগাল। সোমদেব দেববর্মণ এবং ক্রিস্টোফার মারকুইস  কিছুদিন তাঁকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলে গত বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুশীলন সেরেছিলেন এই টেনিস তারকা। কিন্তু এটিপি ট্যুরে গিয়ে খেলা এবং থাকার জন্য খরচ করতে গিয়ে নাগাল তাঁর পুরস্কারের সব অর্থ খরচ করে ফেলেছেন। নাগাল ক্ষোভ উগরে বলেছিলেন, ''যা আয় করি, তার পুরোটাই খরচ হয়ে যায়। এক জন কোচ নিয়ে গোটা বছর এটিপি ট্যুর করতে আমার ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা খরচ হয়। ফিজিও নিলে সেটার খরচ আলদা। দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় হয়েও খুব বেশি সাহায্য পাই না। আমিই দেশের এক মাত্র সিঙ্গলস খেলোয়াড় যে গ্র্যান্ড স্ল্যামে সুযোগ পাই। কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাই না আমি।'' উল্লেখ্য, গত বছরে ২৪টি প্রতিযোগিতায় খেলেছেন নাগাল। সেখান থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা আয় করেন তিনি। ইউএস ওপেনের যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে হেরেও ১৮ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। তবে দেশের বাইরে অনুশীলন থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করতে গিয়ে পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। যদিও সেই ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন তিনি।