কলকাতা: ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পর ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) ঘোষণা করেছিলেন, বাবা হতে চলেছেন তিনি৷ বৃহস্পতিবার স্ত্রী সোনমের (Sonam Bhattacharya) সাধ আয়োজিত হয়েছিল। সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে হবু বাবা সুনীল ও হবু মা সোনমকে দেখা গিয়েছে বিশেষ পুজো অনুষ্ঠানে৷ সাধের অনুষ্ঠানে সোনম ও সুনীল, দুজনই ছিলেন বাঙালি সাজে।


সোনম সম্পর্কে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে। তাই সুনীল বাংলার জামাই। তিনি পরেছিলেন পাঞ্জাবি ও পাজামা। হলুদ শাড়ি পরেছিলেন সোনম।


ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup 2023) ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে জার্সির পেটের ভেতর বল ঢুকিয়ে সেলিব্রেশনেই সুনীল বুঝিয়ে দিয়েছিলেন যে, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। মৌখিক ঘোষণাও করে দিয়েছিলেন ম্যাচের পর।


ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠে সাংবাদিক বৈঠকে আসতেই সুনীলের উদ্দেশে ভেসে গিয়েছিল প্রশ্ন। আপনার সেলিব্রেশন দেখে মনে হল যেন গোল ছাড়া আরও কিছু সুখবর রয়েছে? সুনীল বলেছিলেন, 'খুবই স্পষ্ট। আমি ও আমার স্ত্রী, দুজনই সন্তানসম্ভবা।'


স্ত্রী সোনম মা হতে চলেছেন। তবে সুনীল বুঝিয়ে দিলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার এই সফরে তিনিও রয়েছেন স্ত্রীর সঙ্গেই। সহযাত্রী হয়ে। সঙ্গী হয়ে।


 






সুনীল জানিয়েছিলেন, ১৯ বছর আগে জুনেই শুরু হয়েছিল তাঁরে প্রেমপর্ব। প্রথম দেখা। ভাল লাগা। কাছে আসা। আন্তর্জাতিক ফুটবলে ৮৬ গোলের গর্বিত মালিক বলেছিলেন, 'আমরা চেয়েছিলাম সুখবরটা সকলকে জানিয়ে প্রত্যেকের শুভেচ্ছাবার্তা নিতে। কীভাবে ঘোষণা করব ভাবছিলাম। তারপর দুজনে মিলে ফুটবল মাঠের ভীষণ একঘেঁয়ে ঘরানাই বেছে নিলাম। আমি স্ত্রীর অনুমতি চেয়েছিলাম। ও রাজি হয়। ২০০৪ সালের ১১ জুন আমাদের প্রথম দেখা। সে জন্যই বলেছিলাম, ভানুয়াটুর বিরুদ্ধে ১২ জুন খেলা। গোল পেলে গোটা দেশকে সুখবরটা দেব। সকলের ভালবাসা আর শুভেচ্ছা চাই।'


আরও পড়ুন: ABP Exclusive: ধোনিকে ভারতের কোচ হিসাবে দেখার প্রার্থনা, দুঃস্থ বাচ্চাদের সঙ্গে কেক কাটবেন রামবাবু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial