সন্দীপ সরকার, কলকাতা: আর পাঁচটা দিনের চেয়ে ৭ জুলাই তাঁর কাছে বেশ আলাদা। কোনও পুজো পার্বণে যেমন ঘরে ঘরে সাজ সাজ রব থাকে, এই দিনে তাঁরও খানিকটা সেইরকমই ব্যস্ততা। সকাল সকাল ঘুম থেকে ওঠা। তারপর স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া। তারপর কোনও বছর রাঁচির (Ranchi) রিং রোডের ধারে বিখ্যাত বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাওয়া। তো কোনওবার দুঃস্থ শিশুদের সঙ্গে কেক কাটার প্রস্তুতি।
৭ জুলাই যে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিন। যাঁকে ঈশ্বর জ্ঞানে কার্যত পুজো করেন ভক্ত রামবাবু (Rambabu)। শুক্রবার ৪২ পূর্ণ করলেন মাহি। সকাল থেকেই ব্যস্ততা রামবাবুর। ধোনির সুপারফ্য়ান অবশ্য রাঁচি যেতে পারেননি এবছর। ব্যক্তিগত কারণে। তবে ধোনির জন্মদিন সেলিব্রেট করার ব্যস্ততা তুঙ্গে। উত্তরপ্রদেশের রামপুর থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বলছিলেন, 'মাহি স্যরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতোই সুস্থ থাকুন। হাসিখুশি থাকুন। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছি। সঙ্গে চাইব, আইপিএলে খেলতে থাকুন। দেশকে তিনটি আইসিসি ট্রফি দিয়েছেন। ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে আপনার।'
চেন্নাই সুপার কিংসকে গত আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন কুল। ট্রফি জয়ের রাতে শেষবার প্রিয় নায়কের সঙ্গে দেখা হয়েছিল রামবাবুর। বলছিলেন, 'আইপিএল ফাইনালের পর দেখা হয়েছিল। অভিনন্দন জানিয়েছিলাম। মাহি স্যর বরাবরের মতোই শান্ত ছিলেন। জয়ের রাতে হাঁটুর ব্যথা নিয়ে কোনও কথা বলেননি। তারপর আমদাবাদ থেকে আমি বাড়ি চলে আসি। উনি মুম্বই চলে যান হাঁটুর অস্ত্রোপচার করাতে।'
ধোনির বাড়িতে গেলেন না এবার? 'রাঁচি যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ব্যক্তিগত কারণে যাওয়া হয়নি। এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে রাঁচি গিয়ে মাহি স্যরের সঙ্গে দেখা করব। আশীর্বাদ নিয়ে আসব। যাতে মাঠে গিয়ে ভারতের জয়ের সাক্ষী থাকতে পারি,' বলছিলেন রামবাবু। যোগ করলেন, 'আজ ফোন করে মাহি স্যরকে শুভেচ্ছা জানাব। মাহি স্যর তো ফোন ব্যবহার করেন না। আমি ওঁর পরিবারের সদস্যদের ফোন করি। কথা বলি। সেই সঙ্গে উত্তরপ্রদেশের রামপুর গ্রামে কিছু দুঃস্থ বাচ্চাদের সঙ্গে সন্ধ্যায় কেক কাটব। রাঁচি যেতে না পারলে আমি দিনটা ওদের সঙ্গেই কাটাই। ওরা সকলেই মাহি স্যরকে ভীষণ ভালবাসে। শ্রদ্ধা করে।'
ফোন রাখার আগে রামবাবু বললেন, 'প্রার্থনা করব, ভারতীয় দলের সঙ্গে যেন যুক্ত হন মাহি স্যর। ভারতীয় দলের কোচ হিসাবে বা অন্য কোনও ভূমিকা পালন করুন। তবেই আইসিসি ট্রফির খরা কাটবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial