কলকাতা: ভারতীয় ফুটবলে তিনি কিংবদন্তি। সেই সুনীল ছেত্রী (Sunil Chhetri) ৩৮ বছর সম্পূর্ণ করলেন বুধবার, ৩ অগাস্ট। ১৯৮৪ সালে আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশে। জাতীয় ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা আর সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে সুনীলের সাফল্যের ঝুলিতে। জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক সুনীলের কেরিয়ারের সোনালি মুহূর্তগুলো।



  • ভারতের জাতীয় দলের হয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন সুনীল। জাতীয় দলের জার্সিতে এত ম্যাচ আর কেউই খেলেননি।

  • জাতীয় দলের হয়ে ৮৪টি গোল করার নজির রয়েছে সুনীলের। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার তিনি।

  • আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখে তিনি পঞ্চম স্থানে রয়েছে। কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে একই আসনে। সুনীলের চেয়ে মাত্র ২ গোলে এগিয়ে আর এক কিংবদন্তি লিওনেল মেসি।

  • ২০০১ সালে নয়াদিল্লির সিটি ক্লাবের হয়ে খেলা শুরু করেন সুনীল।

  • পরের বছরই তাঁকে সই করায় মোহনবাগান। সুনীলের পেশাদার ফুটবলে প্রবেশ সবুজ-মেরুন জার্সিতে।

  • ২০০৫ সালে মোহনবাগান ছাড়েন সুনীল। তারপর একাধিক ক্লাবে খেলেছেন। যার মধ্যে রয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনও। তবে স্পোর্টিং লিসবনের বি টিমে খেলেছিলেন সুনীল।

  • ২০১৫ সালে আইএসএলে তাঁকে ১ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই সিটি এফ সি। আইএসএলে কোনও ফুটবলার এর আগে এত দাম পাননি।

  • প্রথম ভারতীয় হিসাবে আইএসএলে হ্যাটট্রিক করার নজির রয়েছে সুনীলের।

  • ভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে ৬ বার বর্ষসেরা হয়েছেন সুনীল। এতবার এই সম্মান আর কেউই পাননি।

  • ক্লাব ফুটবলে ৩৮৮ ম্যাচে ১৮৫ গোল রয়েছে সুনীলের।

  • তিনবার আই লিগ জয়ের স্বাদ পেয়েছেন সুনীল।

  • ২০১১ সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

  • ২০১৯ সালে সুনীল পদ্মশ্রী পুরস্কার পান।

  • ২০২১ সালে তাঁকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়।


আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন