ইম্ফল: মায়ানমারের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টে অনিরুদ্ধ থাপার গোলে ১-০ জয় পেয়েছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। আজ নিজেদের দ্বিতীয় তথা টুর্নামেন্টের শেষ ম্যাচে কির্ঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে ভারত ( India vs Kyrgyz Republic)। মায়ানমারের বিরুদ্ধে কির্ঘিজ প্রজাতন্ত্র ১-১ ড্র করায়, আজকের ম্যাচ ড্র করতেই পারলেই ভারত টুর্নামেন্ট জিতে যাবে। তবে ড্র নয়, জয়ের জন্য ঝাঁপাবে ভারত, ম্যাচের আগেই সাফ জানিয়ে দিলেন দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)।


জয়ের লক্ষ্যে ভারত


তিনি সাংবাদিক সম্মলনে বলেন, 'আমরা পুরোপুরিভাবে জয়ের জন্য ঝাঁপাব। মাঠ ভর্তি দর্শকদের সামনে আমাদের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে এই ম্যাচের প্রতিপক্ষও কিন্তু অনেক বেশি মজবুত। আগেই বলেছিলাম মায়ানমার যে কোনও দলকেই বেগ দিতে পারে এবং কির্ঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে তা প্রমাণিতও হয়েছে। তবে এর ফলে কির্ঘিজদের সামনে আক্রমণ করে ম্যাচ জেতা বাদে আর কোনও বিকল্প নেই, তাই ওদের বিপক্ষে খেলাটা একটা ভিন্ন চ্যালেঞ্জ হতে চলেছে।' 


 






ম্যাচে নিঃসন্দেহে নজর থাকবে দলের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দিকে। বয়স ৩৮ পার করলেও, তাঁর গোলের খিদে কিন্তু একটুও কমেনি বলে স্পষ্ট জানিয়ে দিলেন ছেত্রী। গত ম্যাচে ভাল খেলেন ভারতের তারকা স্ট্রাইকার। মায়ানমারের জালে একবার বলও জড়াতে সক্ষম তিনি। তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল করা হয়। ছেত্রী তো বটেই, একাধিক বিশেষজ্ঞও সেই অফসাইড নিয়ে প্রশ্ন তোলেন বটে। তবে গোলটা বাতিলই হয়। সেই নিয়ে অবশ্য খুব বেশি চিন্তুত নন ছেত্রী।


কমেনি গোলের খিদে


ম্য়াচের পূর্বে ভারতীয় অধিনায়ক বলেন, 'আমার গোলের খিদে এতটুকুও কমেনি এবং কির্ঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে জালে বল জড়াতে মুখিয়ে রয়েছি আমি। অফ সাইড এবং পেনাল্টি তো খেলার অঙ্গই বটে। একটা সময় পর্যন্ত এই নিয়ে আক্ষেপ হয় বটে, তবে তারপর ভুলেও যাই। দিনের শেষে ভুলত্রুটি যতটা সম্ভব কমিয়ে নিয়ে প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়াটাই তো লক্ষ্য।'


আরও পড়ুন: আইপিএলে অংশগ্রহণ করবেন স্টিভ স্মিথ, কোন দলের হয়ে দেখা যাবে তাঁকে?