মুম্বই: শুক্রবার ৭১ বছর পূর্ণ করলেন সুনীল গাওস্কর। কিংবদন্তির জন্মদিনে শুভেচ্ছাবার্তার ভিড়। ভক্তদের পাশাপাশি সেই তালিকায় রয়েছে বিসিসিআই ও আইসিসিও। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই লিটল মাস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সেরা ট্যুইটটা করেছেন সম্ভবত মাস্টার ব্লাস্টার। সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘১৯৮৭ সালে আমার আদর্শ গাওস্কর স্যারের সঙ্গে প্রথমবার দেখা করার সুযোগ হয়েছিল। ১৩ বছর বয়সে ভাবতেও পারছিলাম না যে, আমার অনুপ্রেরণার সঙ্গে মুখোমুখি কথা বলার সুযোগ পাচ্ছি। কী দিন ছিল সেটা! স্যার, আপনাকে ৭১তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্থ থাকুন।’




বিসিসিআই ট্যুইটারে লেখে, ‘‘বিশ্বকাপজয়ী, প্রথম ব্যাটসম্যান যিনি ১০ হাজার টেস্ট রান করেন, অভিষেক টেস্ট সিরিজে সব থেকে বেশি রান, প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা, সুনীল গাওস্কর।'' আইসিসি ট্যুইট করে, ‘‘প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রান, প্রথম ব্যাটসম্যান যিনি তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন, ২০০৫ পর্যন্ত সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি ছিল তাঁরই দখলে। প্রথম ভারতীয় ফিল্ডার যিনি ১০০ ক্যাচ নিয়েছিলেন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্করকে জন্মদিনের শুভেচ্ছা।''







মহম্মদ কাইফ লেখেন, ‘‘শুভ জন্মদিন সানি ভাই। আপনার হেলমেট ছাড়া ব্যাটিং করার কাহিনি শুনে বড় হয়েছি। এটা আমার সৌভাগ্য যে আমি তাঁকে চিনি এবং সেই সব গল্প তাঁর নিজের মুখেই শুনেছি। ওয়েস্ট ইন্ডিজকে নিজের ঘর করে নিয়েছিলেন এই মানুষটি।''

সুনীল গাওস্করের ১৯৭১-এ টেস্টে অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। ১২৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। করেছেন ১০,১২২ রান, গড় ৫১.১২ এবং রয়েছে ৩৪টি সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে সুনীল গাভাস্কার ১০৮ ম্যাচে ৩,০৯২ রান করেন ৩৫.১৩ গড়ে।