নয়াদিল্লি:  নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাওস্কর। নিউইয়র্কে একটি চ্যারিটি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ ও সচেতনতা সংক্রান্ত বিষয়ে নিউইয়র্কে থাকার সময় ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হয়। কনজেনিটাল হার্ট ডিফেক্ট-এ আক্রান্ত শিশুদের নিখরচায় অস্ত্রোপচারের ব্যবস্থা করে ওই ফাউন্ডেশন।


এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, নিউইয়র্কের ট্রাম্প বেডমিনিস্টার গলফ কোর্সে গাওস্কর ট্রাম্পের সঙ্গে দেখা করেন।

হার্ট টু হার্ট ফাউন্ডেশন (এইচ২এইচ)-র জন্য সচেতনতা তৈরির জন্য ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ ও টেস্ট সিরিজের মাঝে সময় বের করে নিউইয়র্কে আসেন গাওস্কর। তিনি নিউ জার্সি ও আটলান্টাতে একাধিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দেন।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সফরে ধারাভাষ্যকার গাওস্কর।

জামাইকায় সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফের আমেরিকায় এসে আরও কিছু তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নেবেন।