মুম্বই: টেলিভিশন চ্যানেলের কর্মীদের সঙ্গে বসে বিমানসফর করার জন্য নিজের বিজনেস ক্লাস টিকিট ছেড়ে দেন মহেন্দ্র সিংহ ধোনি! জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এমনই তথ্য ফাঁস করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। ধোনির মানবিক দিকে দেখে রীতিমতো আপ্লুত লিটল মাস্টার।


বিমানে সীমিত সংখ্যক বিজনেস ক্লাস টিকিট থাকে। যা ভারতীয় ক্রিকেট দলের সেরা পারফর্মার এবং কোচিং স্টাফেদের জন্য বরাদ্দ থাকে। তবে টেলিভিশন কর্মীদের সঙ্গে গল্প করবেন বলে ধোনি অনায়াসে সেই টিকিট ছেড়ে দেন বলে জানালেন গাওস্কর।

একটি ইংরেজি দৈনিকে নিজের কলামে লিটল মাস্টার লিখেছেন, ‘ঘরের মাটিতে খেলা থাকলে সেরা প্লেয়ারদের পুরস্কৃত করার একটা দারুণ পদ্ধতি রয়েছে ভারতীয় দলে। দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজের সময় চার্টার্ড ফ্লাইটে করে যাতায়াত করেন দুই দলের ক্রিকেটারেরা। সঙ্গে ম্যাচ সম্প্রচারের কাজে নিযুক্ত টেলিভিশন কর্মীরাও থাকেন। বিজনেস ক্লাসের সীমিত সংখ্যক টিকিট থাকে যা ম্যানেজার, কোচ, অধিনায়ক ও সাপোর্ট স্টাফেরা পেয়ে থাকে। সেই সঙ্গে আগের ম্যাচের সেরা ক্রিকেটারকে বিজনেস ক্লাস টিকিট দেওয়া হয়। মহেন্দ্র সিংহ ধোনি হয়তো কখনওই নিজের বিজনেস ক্লাস আসনে বসেনি। ও আসল নায়ক মনে করে টেলিভিশন কর্মী, ক্যামেরাম্যান ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের। তাই ওদের সঙ্গেই বসে।’

প্রসঙ্গত, ২০১৮-১৯ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় মাইকেল ভন ট্যুইট করে জানিয়েছিলেন যে, বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা দলের পেসারদের পা ছড়িয়ে আরাম করে বসার সুযোগ দিতে নিজেদের বিজনেস ক্লাস টিকিটগুলো ছেড়ে দিয়েছিলেন।