লন্ডন: ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুটি ম্যাচে হেরে ২-০ তে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজ জয়ের লড়াইতে টিকে থাকতে হলে ট্রেন্টব্রিজে আগামী টেস্টে জিততেই হবে ভারতকে। স্বাভাবিকভাবেই অধিনায়ক কোহলি ও টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত চাপের মুখে। এই চাপের কথা মাথায় রেখে আগামী ম্যাচে প্রথম একাদশ বাছাইয়ে যাতে কোনও ক্রুটি না হয়, তা নিশ্চিত করতে বোর্ডের উচিত নির্বাচক কমিটির প্রধানকে ইংল্যান্ডে পাঠানো। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর।
লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর কোহলি প্রথম একাদশ বাছাইয়ে ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন। এরপর অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট সমালোচনার মুখে পড়ে।
এই প্রসঙ্গেই টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান বলেছেন, আমি জানি চলতি সফরে দলের সঙ্গে কয়েকজন নির্বাচক (সরনদীপ সিংহ ও দেবাং গাঁধী) রয়েছেন। কিন্তু বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যানকে পাঠানো উচিত।টিম ম্যানেজমেন্টের নির্বাচক কমিটির প্রধানের সঙ্গে মিলে প্রথম একাদশ বাছাই করা উচিত। এতে অধিনায়কের ওপর চাপ কিছুটা কমবে। কেননা, মনে রাখা উচিত যে, নটিংহ্যামে আগামী টেস্ট ম্যাচই সিরিজ নির্নায়ক হয়ে উঠতে পারে।
গাওস্কর মনে করছেন, বিদেশের মাটিতে গত পাঁচটির মধ্যে চারটি টেস্টেই হারের কারণে কোহলির ওপর চাপ এখন খুবই বেশি পড়েছে।তিনি বলেছেন, অধিনায়ক রান করছেন। এরপরও দল ভালো খেলতে পারছে না। এতে অধিনায়কের ওপর অতিরিক্ত চাপ পড়ে যায়। এর ওপর প্রত্যেক ম্যাচের জন্য তাঁকে প্রথম একাদশ বাছাই করতে হয়, সেক্ষেত্রে চাপ আরও বাড়ে।
গাওস্কর বলেছেন, গত পাঁচ টেস্টে প্রথম একাদশ বাছাই ভুল প্রমাণিত হয়েছে। চার টেস্ট হেরে শুধুমাত্র জোহানেসবার্গেই জিততে পেরেছে ভারত। এজন্য কোহলির ইংল্যান্ডে প্রধান নির্বাচককে প্রয়োজন। কেননা, অনেকক্ষেত্রেই প্রথম একাদশ বাছাই নিয়ে নির্বাচকের সঙ্গে কথা বলতে হয়। কেননা, দল বাছাই করেন নির্বাচকরা। তাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকদের আলোচনা হলে ভালো হয়।