নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হিসাবে দুর্দান্ত ছিল। তাই বলে ওর আগের ভারতীয় দলগুলো ‘টাফ’ ছিল না! নাসের হুসেনের কড়া সমালোচনা করে বললেন সুনীল গাওস্কর।
ভারতীয় ক্রিকেট নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ধারণা নিয়েই প্রশ্ন তুললেন লিটল মাস্টার। সম্প্রতি নাসের বলেছিলেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলকে ‘টাফ’ করে তুলেছিলেন। তার আগের ভারতীয় দলকে ‘নম্র’ বলে চিহ্নিত করেন তিনি। নাসের বলেছিলেন যে, সৌরভ নেতৃত্বে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা বিপক্ষের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতেন। নরমসরম ছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। যে মন্তব্যে ক্ষিপ্ত গাওস্কর।
একটি সংবাদপত্রে নিজের কলামে গাওস্কর লিখেছেন, ‘হ্যাঁ, সৌরভ অবশ্যই দারুণ ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়ে ও দায়িত্ব নিয়েছিল। কিন্তু তার আগের দলগুলো টাফ ছিল না, এটা একেবারেই নির্বোধের মতো কথা।’ লিটল মাস্টার আরও লিখেছেন, ‘নাসের হুসেন বলেছে যে সকালে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করত ভারতীয় দল। হাসতও। এক বার এই ধারণার কথা ভাবুন। ‘নম্র’ হওয়ার মানে দুর্বল! যত ক্ষণ না পর্যন্ত বিপক্ষের মুখের উপর কিছু বলা হচ্ছে, তুমি টাফ নও! নাসের কি বোঝাতে চাইছে যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, হরভজন সিংহরা কেউ টাফ ছিল না? যেহেতু ওরা বুক চাপড়ায়নি, চেঁচায়নি বা অশালীনভাবে হাত ছোড়েনি?’
সত্তর ও আশির দশকের ভারতীয় দলের সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন গাওস্কর। লিখেছেন, ‘নাসের কী করে জানবে সত্তর ও আশির দশকে ভারতীয় দলের টাফনেসের কথা? কী করে জানবে সেই দল ঘরের মতো বিদেশেও সাফল্য পেয়েছিল!’
সৌরভ দারুণ ক্যাপ্টেন, তাই বলে আগের ভারতীয় দলগুলো ‘টাফ’ ছিল না! নাসেরকে আক্রমণ গাওস্করের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2020 09:58 PM (IST)
ভারতীয় ক্রিকেট নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ধারণা নিয়েই প্রশ্ন তুললেন লিটল মাস্টার।
ভারত বার্মিংহাম টেস্টে হেরে ইতিমধ্যেই পাঁচ টেস্টের সিরিজ ১-০ পিছিয়ে পড়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্টে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর পক্ষে সওয়াল করেছেন গাওস্কর। তিনি বলেছেন, লর্ডসে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে চেতেশ্বর পূজারাকে খেলালে ভালো হত। টেস্ট ম্যাচে খেলার মতো টেকনিক ও ধৈর্য্য ওর রয়েছে। তবে কার জায়গায় তাঁকে খেলানো উচিত, তা পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পিচে ঘাস না থাকলে উমেশ বা হার্দিকের জায়গায় পূজারাকে নেওয়া যেতে পারে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -