হায়দরাবাদ:  বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৮ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন প্রথম ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বিক্রমের দৌলতে কেকেআর-এর সামনে ২১০ রানের লক্ষ্যমাত্রা রাখে হায়দরাবাদ। জবাবে, ১৬১ রানই তুলতে সক্ষম হয় গম্ভীর-বাহিনী।

রবিবার, টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ডেভিড ওয়ার্নারের দুর্ধর্ষ শতরানের দৌলতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০৯ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথম ওভার থেকেই কেকেআর-এর বোলারদের ওপর সংহার শুরু করেন দুই ওপেনার অধিনায়ক ওয়ার্নার ও শিখর ধবন (৩০ বলে ২৯)।

পাওয়ার প্লে ওভারেই দুই ওপেনার ৭৯ রান তোলেন। প্রথম উইকেটে এই জুটি ১৩৯ রান তোলে। বলা বাহুল্য, এর অধিকাংশই এসেছে অস্ট্রেলীয় বাঁ হাতির ব্যাট থেকে।

এদিন ৫৯ বলে ১২৬ রানের বিস্ফোরক ব্যাটিং করেন ওয়ার্নার। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৮টি বিশাল ছক্কায়। ওয়ার্নার যখন আউট হন, তখন দলের স্কোর ১৭১ পৌঁছে গিয়েছে। বাকি কাজটা করেন কেন উইলিয়ামসলন (২৫ বলে ৪০)।

নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান তোলে হায়দবারাবাদের দল। এদিন সাকুল্যে সানরাইজার্সের তিন উইকেট পড়েছে। এর মধ্যে একটিই কলকাতার বোলারদের খাতায় গিয়েছে। বাকি দুটি রান আউট। কেকেআর বোলারদের এদিনের পারফরম্যান্স বোঝানোর জন্য শুধু এটুকুই যথেষ্ট।

প্রসঙ্গত, চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটিই যে কোনও দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। এই নিয়ে চলতি আইপিএলে তিনবার ২০০-র স্কোর পার করল সানরাইজার্স।

কিংস পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচেই ২০৭ রান তুলেছিল ওয়ার্নার-বাহিনী। তার আগে, প্রতিযোগিতার প্রথম দিকে, ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও একই রান তুলেছিল হায়দরাবাদ।

জবাবে, ৭ উইকেট খুইয়ে ১৬১ রান তুলতে সমর্থ হয় কেকেআর। এদিন ব্যর্থ হন ওপেনার নারাইন। মাত্র ১ রান করেই ফিরে যান। ব্যর্থ অধিনায়ক গম্ভীরও(১১)। এরপর দলকে টেনে নিয়ে যান দুরন্ত ফর্মে থাকা রবিন উথাপ্পা ও মণীশ পাণ্ডে। তৃতীয় উইকেটে এই জুটি ৭৮ রান যোগ করে। কিন্তু, বাড়তে থাকা আস্কিং রেটের চাপের কাছে নতিস্বীকার করতে হয় কলকাতার ব্যাটসম্যানদের।

উথাপ্পা এদিন ফের (২৮ বলে ৫৩) অর্ধশতরান করেন। মণীশ করেন ৩৯ (২৯ বল)। এই দুই ব্যাটসম্যান আউট হতেই ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয়ে যায়। কারণ, সেই সময় জিততে হলে কোনও অতিমানবীয় ইনিংসের প্রয়োজন ছিল। যা নাইট-তূণীরে ছিল না।

কলকাতা নাইট রাইডার্স দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, শেলডন জ্যাকসন, কলিন ডে গ্র্যান্ডহোম, ক্রিস উকস, নাথান কুল্টার-নাইল, উমেশ যাদব ও কুলদীপ যাদব। সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধবন, কেন উইলিয়ামসন, মোজেস হেনরিকস, যুবরাজ সিংহ, নমন ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল ও মহম্মদ সিরাজ।