নয়াদিল্লি: গুজরাত লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ফাইনালে তারা খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ব্যাঙ্গালোর এর আগে দু বার ফাইনালে উঠেও হেরে গিয়েছে। হায়দরাবাদ এই প্রথম ফাইনালে উঠল। ফলে রবিবার যে দলই জিতুক না কেন, আইপিএল নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে।

 

এদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে শুরুতে দু উইকেট হারালেও ব্রেন্ডন ম্যাকালামের ৩২, দীনেশ কার্তিকের ২৬ এবং অ্যারন ফিঞ্চের ৫০ রানের সুবাদে ৭ উইকেটে ১৬২ করে গুজরাত।

 

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে হায়দরবাদ। শিখর ধাওয়ান (০), মোজেস হেনরিক্স (১১), যুবরাজ সিংহ (৮) দ্রুত আউট হয়ে যান। একা কুম্ভ হয়ে ওঠেন ওয়ার্নার (অপরাজিত ৯৩)। তিনি যোগ্য নেতার মতোই বুক চিতিয়ে লড়াই করেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন ৮ নম্বরে ব্যাট করতে নামা বিপুল শর্মা (অপরাজিত ২৭)। তাঁদের জুটিতে ওঠে ৪৬ রান। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।