কেরল: গত রবিবার সুপার কাপে (Super Cup) নিজেদের প্রথম ম্য়াচে ওড়িশা এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। দিন বদলালেও ছবিটা বদলাল না। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও প্রথমার্ধে এগিয়ে থাকার পর ফের একবার তিন পয়েন্ট হাতছাড়া করল লাল হলুদ। ছয় গোলের ম্যাচে হায়দরবাদের (Hyderabad FC) বিরুদ্ধে ৩-৩ ড্র করল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল।
ক্লেটন-মাহেশ যুগলবন্দি
সদ্য সমাপ্ত আইএসএল মরসুমে লাল-হলুদের হয়ে নজরকাড়া পারফর্ম করেছিলেন নাওরেম মাহেশ সিংহ (Naorem Mahesh Singh)। তিনিই এদিন মাত্র চার মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন। দলের অধিনায়ক ক্লেটন সিলভার দুর্দান্ত রক্ষণচেড়া পাস থেকে বল পেয়ে যান মাহেশ। হাইলাইন ডিফেন্স খেলা হায়দরাবাদ এফসি আর মাহেশকে রুখতে পারেনি, মাথা ঠান্ডা রেখে সুন্দর ড্রিবল করে প্রথমে হায়দরাবাদ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। তারপর ফাঁকা জালে বল জড়িয়ে ১-০ গোলে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে।
তবে ম্যাচে নিজামের শহর মাত্র সাত মিনিটে পরেই ম্যাচে সমতা ফেরায়। বাঁ-দিক থেকে হোলিচরণ নাজরির ঠিকানা লেখা ক্রস থেকে হাভি সিভেরিয়ো হায়দরাবাদের হয়ে গোল করেন। তবে মাত্র ছয় মিনিট পরেই আবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। জেক জার্ভিসের শট হায়দরাবাদ গোলরক্ষক বাঁচিয়ে দিলেও, ফিরতি বল থেকে গোল করেন ভিপি সুহের। ম্যাচের ২২ মিনিটের মাথায় দুরন্ত ভলিতে আবারও হায়দরাবাদকে সমতায় ফেরানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সিভেরিয়ো। তবে তাঁর শট পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায়।
২৯ মিনিটে আবারও সেই সিভেরিয়োই গোল করার সুযোগ পান। তবে এযাত্রায় কমলজিৎ তাঁর হেডার বাঁচিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ক্লেটন-মাহেশ যুগলবন্দিতে ইস্টবেঙ্গল আবারও গোল পেয়ে যায়। ক্লেটনের ক্রস হায়দরাবাদ গোলরক্ষক আংশিক রুখলেও, তা বেশিদূরে ঠেলতে পারেননি তিনি। সহজেই বল পায়ে পেয়ে যান মাহেশ। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে লাল-হলুদকে প্রথমার্ধে ৩-১ এগিয়ে দেন তিনি।
লাল-হলুদের হৃদয়ভঙ্গ
টানটান প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটা কিন্তু তুলনামূলক মন্থর গতিতেই হয়। দুই দলই গোল করার চেষ্টা করলেও, তেমন বলার মতো আক্রমণ গড়ে তুলতে পারছিল না। প্রথমার্ধজুড়ে ইস্টবেঙ্গল রক্ষণকে বারংবার বিপাকে ফেলা সিভোরিয়ো ৭১ মিনিটে হায়দরাবাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। গোল পেয়ে তেড়েফুড়ে ম্যাচে ফেরার জন্য আগ্রাসী ফুটবল খেলতে থাকে হায়দরাবাদ। ৮২ মিনিটে ইস্টবেঙ্গলের হৃদয়ভঙ্গ করে রাবে জোরাল শটে হায়দরাবাদকে সমতায় ফেরান। ম্যাচের শেষের কয়েক মিনিট ম্যাচ জেতারও চেষ্টা করে হায়দরাবাদ। তবে দাঁতে দাঁত চেপে লড়াই করে কোনওক্রমে ম্য়াচ ড্র করতে সক্ষম হয় লাল হলুদ।
আরও পড়ুন: সুপার কাপে জামশেদপুরের মুখোমুখি এটিকে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ করছেন কোচ ফেরান্দো