রায়না তাঁর চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সতীর্থের প্রশংসা করেন বিশ্বকাপ টুর্নামেন্ট পর্যন্ত তাঁর দলে জায়গা পাওয়ার চেষ্টার। বলেন, রায়াডুর দলের চার নম্বর পজিশনে ঠাঁই পাওয়া উচিত ছিল। আমি চার নম্বরে ওকে চেয়েছিলাম, কেননা ও সত্য়িই খুব পরিশ্রম করেছিল, প্রায় দেড় বছর খেলেছে। খুব ভাল পারফর্ম করেও দলে জায়গা হয়নি।
রায়াডু দলে থাকলে ২০১৯ এর বিশ্বকাপ জিতত ভারত, মত রায়নার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2020 10:03 PM (IST)
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে বিশ্বকাপে ভারতকে যে চার নম্বরে পজিশনের ব্যাটসম্যানের ইস্য়ু ভুগিয়েছে, তা নিয়ে নিজের মনোভাব জানান তিনি।
NEXT
PREV
নয়াদিল্লি: অম্বাতি রায়াডুকে দলে রাখলে, চার নম্বরে ব্য়াট করতে পাঠালে ইংল্যান্ডে ২০১৯ এর বিশ্বকাপ জিততে পারত ভারত। এমনই অভিমত জানালেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সুরেশ রায়না। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে বিশ্বকাপে ভারতকে যে চার নম্বরে পজিশনের ব্যাটসম্যানের ইস্য়ু ভুগিয়েছে, তা নিয়ে নিজের মনোভাব জানান তিনি। ২০১৮র সেপ্টেম্বরে এশিয়া কাপ থেকে শুরু করে ২০১৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের কথা বিবেচনা করে রায়াডুকেই প্রথম পছন্দ হিসাবে ভাবা হয়েছিল। কিন্তু বিশ্বকাপ দল ঘোষণার সময় তাঁকে না নিয়ে বিজয় শঙ্করকে দলে অন্তর্ভুক্ত করা হয়। বাদ পড়ে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ক্ষুব্ধ রায়াডু।
রায়না তাঁর চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সতীর্থের প্রশংসা করেন বিশ্বকাপ টুর্নামেন্ট পর্যন্ত তাঁর দলে জায়গা পাওয়ার চেষ্টার। বলেন, রায়াডুর দলের চার নম্বর পজিশনে ঠাঁই পাওয়া উচিত ছিল। আমি চার নম্বরে ওকে চেয়েছিলাম, কেননা ও সত্য়িই খুব পরিশ্রম করেছিল, প্রায় দেড় বছর খেলেছে। খুব ভাল পারফর্ম করেও দলে জায়গা হয়নি।
রায়না তাঁর চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সতীর্থের প্রশংসা করেন বিশ্বকাপ টুর্নামেন্ট পর্যন্ত তাঁর দলে জায়গা পাওয়ার চেষ্টার। বলেন, রায়াডুর দলের চার নম্বর পজিশনে ঠাঁই পাওয়া উচিত ছিল। আমি চার নম্বরে ওকে চেয়েছিলাম, কেননা ও সত্য়িই খুব পরিশ্রম করেছিল, প্রায় দেড় বছর খেলেছে। খুব ভাল পারফর্ম করেও দলে জায়গা হয়নি।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -