সৌরভের সামনে ৪৯ বলে বিধ্বংসী শতরানের ইনিংস, ফর্মে ফেরার ইঙ্গিত রায়নার
রায়নার এই ইনিংসের তারিফ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচের সময় তিনি মাঠে ছিলেন। রায়নার সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর হাততালিও দিতে দেখা গেল সৌরভকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরায়নার ইনিংসে ছিল ৭ ছক্কা ও ১৩ টি চার। শেষপর্যন্ত ১২৬ রানে অপরাজিত থাকেন। উত্তরপ্রদেশ ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এটাই সবচেয়ে বড় স্কোর।
এরপর রায়না অর্ধশতরান ও পরে মাত্র ৪৯ বলে সেঞ্চুরিও সম্পূর্ণ করেন।
ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন রায়না। উত্তরপ্রদেশ মাত্র ৫.২ ওভারে ৫০ রান তুলে ফেলে।
ইনিংসের শুরুতেই উইকেট হারায় উত্তরপ্রদেশ। কোনও রান না করেই ফিরে যান ওপেনার সমর্থ সিংহ। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক রায়না।
সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে উত্তর প্রদেশ ও বাংলার ম্যাচে রায়নার দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি আইপিএলে ফিরে আসা দল চেন্নাই সুপার কিংস রায়নাকে রিটেন করে তাঁর ওপর ভরসা দেখিয়েছে। এদিন তাঁর ব্যাটিংয়ে পাওয়া গেল চেনা ছন্দ। শতরানের ইনিংসের মাধ্যমে দিলেন প্রত্যাবর্তনের সঙ্কেত।
জাতীয় দলে ফেরত আসার চেষ্টা করছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার সুরেশ রায়না। ঘরোয়া ম্যাচে বিধ্বংসী শতরানের ইনিংস খেলে ফর্মে ফেরার সঙ্কেত দিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -