কলম্বো: লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামের জন্য নাম তুললেন সুরেশ রায়না (Suresh Raina)। আন্তর্জাতিক ক্রিকেটকে (international Cricket) বিদায় জানিয়েছেন। শেষ ২ বছর আইপিএলেও খেলেননি। এবার বিদেশের ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে এই প্রাক্তন বাঁহাতি ভারতীয় মিডল অর্ডার ব্য়াটারকে। আগামী ১৪ জুন কলম্বোতে আয়োজিত হবে এলপিএলের নিলাম পর্ব। ৩১ জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।


জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন রায়না। এছাড়াও আইপিএলে চেন্নাই সুপার কিংস ও গুজরাত লায়ন্সের জার্সিতে খেলেছেন তিনি। ২০০৮-২০২১ পর্যন্ত সিএসকে শিবিরের সদস্য ছিলেন। মাঝে যে ২ বছর চেন্নাই নির্বাসিত ছিল, সেই ২ বছর গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন রায়না। আইপিএলে মোট ২০৫ ম্যাচ খেলে ৫৫০০ রান করেছেন তিনি। একটি অপরাজিত সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে।


বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি বিদেশের কোনও লিগে খেলতে চান, তবে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে খেলতে হবে। সেই মত রায়না ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। সেদিনই ধোনিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ধোনি এখনও আইপিএলে সিএসকের অধিনায়ক। অন্য়দিকে রায়নাকে দেখা গিয়েছে গত আইপিএলের সময় ধারাভাষ্যকার হিসেবে। 


এর আগে উন্মুক্ত চাঁদও মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি পরে আমেরিকার ক্রিকেট লিগে খেলেছেন। এবার রায়নাও অন্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন।


হার্দিককে টেস্ট দলে দেখতে চান সৌরভ


সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। এই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় দলের পারফরম্যান্স এবং দলে কাদের সুযোগ পাওয়া উচিত, সেই নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মাঝে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হার্দিক পাণ্ড্যকে টেস্ট দলে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন।


তিনি বলেন, 'আশা করি হার্দিক পাণ্ড্য শুনতে পাচ্ছেন। আমি ওকে আবারও টেস্ট ক্রিকেটে দেখতে চাই। বিশেষত এমন পরিবেশে তো ওর খেলাটা উচিতই।' হার্দিক পাণ্ড্য বহুদিন ধরেই লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল পাণ্ড্যকে। তারপর থেকে চোট, আঘাতের জন্য টেস্ট ক্রিকেট আর খেলেননি তিনি। এর মধ্যে টেস্টে ফেরার বিষয়েও খুব একটা আগ্রহী নন হার্দিক।