নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের পর টি ২০ সিরিজেও জয়ী হয়েছে ভারত। টেস্ট সিরিজে হারলেও সীমিত ওভারের সিরিজ জিতে দুর্দান্তভাবে শেষ করেছে টিম ইন্ডিয়া। এরইমধ্যে প্রায় এক বছর পর ভারতীয় দলে এমন একজন ক্রিকেটারের প্রত্যাবর্তন ঘটেছে, যিনি অধিনায়ক ও ম্যানেজমেন্টের ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন। এই ক্রিকেটার হলেন সুরেশ রায়না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। এই পারফরম্যান্সের সুবাদে আগামী ৬ মার্চ থেকে ভারত,শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় টি ২০ সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি। কলম্বোতে খেলা হবে এই সিরিজ।
প্রথম দুটি ম্যাচেই রায়নার খেলায় খুশি হয়েছিল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। অধিনায়ক কোহলি নিজের তিন নম্বর জায়গাটা রায়নার জন্য ছেড়ে দিয়েছিলেন। তৃতীয় ম্যাচে ব্যাট ও বল হাতে উজ্জ্বল ভূমিকা পালন করে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। স্বামীর এই সাফল্যে অত্যন্ত খুশি রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা রায়না। ভোট ৮.২৫ টায় আবেগপূর্ণ ট্যুইট করে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেঠিলেন রায়না পত্নী। তিনি লেখেন, 'এটা এমন একটা সময় যখন কারুর হৃদয় খুশিতে ভরে ওঠে। সেইসঙ্গে চোখে জলও এনে দেয়।তোমার জন্য গর্বিত'।





দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি ২০ ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলে এবং একটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। সেই সঙ্গে শ্রীলঙ্কাগামী দলেও জায়গা পেয়েছিলেন রায়না। সেই খুশিই এভাবে ব্যক্ত করেছেন তাঁর স্ত্রী।