মুম্বই: টেস্ট ফর্ম্যাট থেকে বিরাট কোহলির এভাবে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অবাক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদনলাল। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য মনে করেন যে ৫০ ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব হারানোটা এখনও ভুলতে পারেননি বিরাট। সেই রাগ থেকেই হয়ত এই সিদ্ধান্ত নিয়েছেন। এক সাক্ষাৎকারে মদনলাল বলেন, ''আমি ওর টেস্টে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক। এটা হবে ভাবিনি। আমার মনে হয় ওয়ান ডে ফর্ম্যাটে ওর নেতৃত্ব হারানোটা ও মেনে নিতে পারেনি। একটা রাগ ছিল। মনে হত প্রশ্ন জাগছিল যে কেন নির্বাচকরা ওকে সরিয়ে দিল নেতৃত্ব থেকে, সেই থেকেই হয়ত এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছিল বিরাটের।'' তিনি আরও বলেন, ''টেস্টে ওর দুর্দান্ত সাফল্য ছিল। আমরা নিশ্চিত ছিলাম যে ও টেস্টে অধিনায়ক হিসেবে থাকছেই। কিন্তু ওর মনে ওই রাগটাই হয়ত বাসা বেঁধেছিল। সেই জন্যই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়ে নিল ও।''


শনিবার টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে ৭ বছর ধরে কঠোর পরিশ্রম, সাধনা ও অক্লান্ত অধ্যাবসায় লেগেছে। পুরোপুরি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিছুই বাদ দিইনি। কিন্তু সব কিছুরই শেষ থাকে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে আমার ইতি টানার সময় হয়েছে। অনেক ভালর পাশাপাশি কিছু খারাপ সময়ও গিয়েছে। কিন্তু কখনও প্রচেষ্টা ও বিশ্বাসের অভাব ছিল না। আমি সব সময় যা করি তাতে একশো কুড়ি শতাংশ দেওয়ায় বিশ্বাসী আর যদি সেটা না পারি, তাহলে জানি সেটা ঠিক নয়। মনের দিক থেকে আমি পুরোপুরি স্বচ্ছ আর দলের কাছে সৎ থাকতে চাই’। তাঁর নেতৃত্বে ভরসা রাখার জন্য পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনি, প্রাক্তন কোচ রবি শাস্ত্রী-সহ সাপোর্ট স্টাফদের এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট।