জোহানেসবার্গ : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাকে কেন্দ্র করে চরম বিতর্ক শুরু হয়েছে। এনিয়ে নানা রকমের মতামত আসছে ভক্ত ও প্রাক্তন ক্রিকেটারদের তরফে। যদিও BCCI-এর পরিষ্কার বক্তব্য, 'নিরাপত্তার কারণে' এই সফর সম্ভব নয়। তবে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, ভারতীয় ক্রিকেটারদের জন্য যতটা নিরাপদ হওয়া উচিত ততটাই নিরাপদ এই দেশ। যদিও এই বিষয়টি নিয়ে আলোচনা শুধুমাত্র উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাতেও। Suryakumar Yadav
এনিয়ে ফ্যানের প্রশ্নের মুখে পড়লেন টিম ইন্ডিয়ার টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রকৃত কারণ জানতে চাওয়া হয় তাঁর কাছে। ওই ফ্য়ান সূর্যকুমারকে জিজ্ঞাসা করেন, 'আপনারা পাকিস্তানে কেন আসছেন না বলতে পারেন ?' হাসিমুখে যার জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, 'আরে ভাই, আমাদের হাতে বিষয়টি নেই।'
পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে কেন্দ্র করে উভয় দেশের মধ্য়ে সম্পর্কের পারদ চড়ছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে, এই দুই দেশ এক যুগের বেশি সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। যদিও ২০২৩-এ একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। একই সিদ্ধান্ত অবশ্য ভারত সরকার নিচ্ছে না। এর আগে 'হাইব্রিড' পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল ভারত। যেখানে সব ম্যাচ খেলা হবে দুবাইয়ে। কিন্তু, পাকিস্তান সেই প্রস্তাব খারিজ করে দেয়।
জিও নিউজের খবর অনুয়ায়ী, ভারতের সিদ্ধান্তে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। কারণ, সম্ভবত আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতাতেই মুখোমুখি না হওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এদিকে, ২০৩৬ সালে প্রাথমিকভাবে অলিম্পিকের আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করে রেখেছে ভারত। কিন্তু রিপোর্ট অনুয়ায়ী, পাকিস্তানে এর বিরোধিতা করতে পারে।
এদিকে এই সময়কালের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ব্যাখ্য়া চাইতে পারে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফেই পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে BCCI-এর তরফে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এমনকী এনিয়ে হাইব্রিড মডেল প্রস্তুতিরও কোনো প্রস্তাব নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে