ওয়েলিংটন: সাদামাটা একটি পোস্ট। সেটা ভাইরাল হয়ে গেল। মজায় মেতে উঠলেন অনেকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে বেরিয়ে পড়েছে ভারত (Ind vs NZ)। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'হ্য়ালো ওয়েলিংটন'। ওয়েলিংটনে পৌঁছে যাওয়ার বার্তাই দিতে চেয়েছেন স্কাই।


যদিও তাঁর সেই ট্যুইটটি দেখে খুনসুটি শুরু করে দেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার। ঘটনাচক্রে, তারঁ নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে ওয়েলিংটন কথাটি। কারণ, অস্ট্রেলিয়ার ওই মহিলা ক্রিকেটারের নাম আমান্ডা ওয়েলিংটন। সূর্যকুমারের ট্যুইট দেখে আমান্ডা পাল্টা লেখেন, 'হ্যালো যাদব'। যেন বোঝাতে চান যে, তাঁর উদ্দেশেই ট্যুইট করেছেন সূর্যকুমার। দুজনের খুনসুটি নেটিজেনদের মন জিতে নিয়েছে।


 






ট্রোলড চাহাল


ভারতীয় ক্রিকেটভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাবে টিম ইন্ডিয়া (Team India)। আর ফাইনালে পাকিস্তানের সঙ্গে ট্রফি জয়ের যুদ্ধ হবে ভারতেরই।


কিন্তু অ্যাডিলেডে রোহিত শর্মারা হেরে যাওয়ায় সেই স্বপ্নভঙ্গ হয়েছে। শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। রবিবার মেলবোর্নে ভারত-পাক মহারণ নয়, ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল দেখছে বিশ্ব।


এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হলেন চার ভারতীয় ক্রিকেটার। কেন?


টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে বেরিয়ে পড়েছে ভারত। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার যুজবেন্দ্র চাহাল একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব, হর্ষল পটেল ও শার্দুল ঠাকুর। চারজনই ক্যাজুয়াল পোশাকে। তিনজনের চোখে রোদচশমা। প্রত্যেকেই খোশমেজাজে। ছবির ক্যাপশনে চাহাল লিখেছেন, 'বয়েজ ডে আউট'। বিখ্যাত সিনেমা বেবিজ ডে আউট-এর সঙ্গে মিলিয়ে।
তবে এই ছবি দেখে বেশ বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনরা ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, 'সেমিফাইনালে হারের দুঃখে তিনদিন খেতে পারিনি আর আপনারা ঘুরে বেড়াচ্ছেন?' নীতি মিশ্র নামের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, 'আমাদের কাঁদিয়ে আপনারা হাসছেন?'
প্রগতি শুক্ল নামের একজন লিখেছেন, 'ভাবতেই পারছি না এরা ছবির জন্য পোজ দিতে পারেন। আমাদের খাবার হজম হচ্ছে না। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারে কী করে?' সৌম্য গোভালা লিখেছেন, 'এদের মধ্যে লজ্জা বা হতাশা আচে বলে মনে হয় না। অথচ আমরা ওই হারের জন্য মরমে মরে আছি'। কেউ কেউ আবার ভারতীয় ক্রিকেট ভক্তদের কান্নাকাটির ছবি পোস্ট করেছেন।