ওল্ড ট্র্যাফোর্ড: টি-টোয়েন্টি সিরিজে জয় এসেছিল প্রথম ২ ম্য়াচে পরপর জিতে যাওয়ায়। কিন্তু ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচেই বিশাল ব্য়বধানে হারতে হয়েছে। ইংল্য়ান্ড বোলিং লাইন আপের সামনে আড়াইশো রানের থেকেও কম লক্ষ্যমাত্রা টপকাতে পারেনি ভারতীয় দল। ১০০ রানে হারতে হয়েছে। আজ ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচ। ২ দলের যে জিতবে তারই দখলে সিরিজ। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন সূর্যকুমার যাদব। আর সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের মজাদার উত্তর দিলেন ডানহাতি এই ব্য়াটার।
কী বলছেন সূর্যকুমার যাদব?
সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক সূর্যকুমারকে প্রশ্ন করেছিলেন এজবাস্টন টেস্টে হার নিয়ে। অর সেই প্রশ্নের উত্তরে ভারতের তারকা ক্রিকেটার বলেন, ''টেস্ট ম্যাচ তো স্যার গত বছরের ছিল, তাই না?'' সূর্যকুমারের এমন উত্তরের পরেই হাসির রোল ওঠে পুরো সাংবাদিক বৈঠকে। আসলে টেস্ট ম্যাচের পর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় এসেছে। অথচ জনৈক সাংবাদিক টেস্টে হারের প্রসঙ্গ তোলায় কিছুটা বিরক্ত হয়েই হয়ত এইধরণের উত্তর দিয়েছেন সূর্য।
আশাবাদী সূর্য
আজকের ম্যাচ নিয়ে আশাবাদী সূর্যকুমার যাদব। তিনি বলেন, ''আমরা বেশি কিছু ভাবছি না। নির্ণায়ক ম্যাচ নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। ছেলেরা সবাই তাঁদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ আমাদের দুর্দান্ত গিয়েছে। আশা করি শেষ ম্যাচটাও ভাল হবে। দারুণ একটা মাঠে খেলা হতে চলেছে। এখানকার উইকেটও দারুণ। খেলাটা উত্তেজক হতে চলেছে।''
উল্লেখ্য, গত আইপিএলের পর থেকে জাতীয় দলে নিয়মিত সদস্য সূর্যকুমার। আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হোক বা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ সূর্যকুমার ধারাবাহিক ভাল খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানও হাঁকিয়েছে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান সূর্যকুমারের। এবার শেষ ওয়ান ডে ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে চান তিনি।
আরও পড়ুন: তোমার মতো খেলতে পারলে অনেকেই গর্ব করত, কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা পিটারসেনের