নিউ দিল্লি : অলিম্পিক পদক জয়ী সুশীল কুমারের বিরুদ্ধে লুক-আউট-সার্কুলার জারি করল দিল্লি পুলিশ। ২৩ বছরের প্রাক্তন ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়ন সাগর ধনকড়ের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে সুশীলের বিরুদ্ধে। তার পর থেকেই আত্মগোপন করেছেন সুশীল।


উত্তর পশ্চিম দিল্লির ছত্রশাল স্টেডিয়াম। অভিযোগ, এই স্টেডিয়ামের পার্কিং এরিয়ায় ঝগড়া থেকে কুস্তিগীর সাগর ধনকড়কে পিটিয়ে মেরে ফেলা হয়। এরপর সুশীল কুমারের বিরুদ্ধে খুন, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে FIR দায়ের হয়।


জানা গিয়েছে, এই ঘটনার পর সুশীল প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশের উদ্দেশে পাড়ি দেন। হরিদ্বারে একটি আশ্রমে ছিলেন তিনি। পরে দিল্লি ফিরে আসেন। এবং এখন হরিদ্বারে ক্রমাগত নিজের আস্তানা বদলাচ্ছেন দুইবারের অলিম্পিক পদক জয়ী সুশীল। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক দল পাঠানো হয়।


পুলিশ সূত্রে খবর, পার্কিং এরিয়ায় সুশীল কুমার, অজয়, প্রিন্স, সোনু, সাগর, অমিত এবং অন্যদের মধ্যে বিবাদ হয়। IPC এবং আর্মস অ্যাক্টে মডেল টাউন থানায় মামলা রুজু করে পুলিশ।


অভিযোগ, খুনের ঘটনার সময় ঘটনাস্থানে উপস্থিত ছিলেন সুশীল। অভিযোগকারীদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, অন্য কুস্তিগীরদের সামনে খারাপ কথা বলায় সাগরকে সঠিক 'শিক্ষা' দিতে তাঁকে তাঁর মডেল টাউনের বাড়ি থেকে অপহরণ করেন সুশীল এবং তাঁর সঙ্গীরা।


ঘটনাস্থান এবং পাঁচটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় একটি স্করপিও গাড়ি থেকে পাঁচটি কার্তুজ সহ একটি বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়া দুটি লাঠি পাওয়া গিয়েছে। নর্থ ওয়েস্ট পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার গুরিকবাল সিং সিধু বলেন, পাঁচটি গাড়িই এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রোহিনীর FSL-এর ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থান খতিয়ে দেখেছেন।


তদন্ত চলাকালীন সিভিল লাইনের ট্রমা সেন্টার থেকে সাগরের মৃত্যু এবং সোনুর আঘাত পাওয়ার খবর পাওয়া গিয়েছে। তার পরই ৩০২, ৩৬৫ ও ১২০বি ধারায় মামলা রুজু করা হয়।