পশ্চিম বর্ধমান: অতিমারী-কালে সুখবর। পশ্চিম বর্ধমানের বার্নপুরে এবার ইস্কোর স্কুলে তৈরি হতে চলেছে কোভিড হাসপাতাল। বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই হাসপাতাল তৈরি করতে চলেছে ইস্কো কর্তৃপক্ষ। 


আপাতত এই কোভিড হাসপাতালে আড়াইশোটা বেড থাকছে। ধাপে ধাপে বেডের সংখ্যা বাড়ানো হবে বলে ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছে। 


ইস্কো কারখানা লাগোয়া ছোট দিঘারি বিদ্যাপীঠের পাশেই রয়েছে অক্সিজেন প্ল্যান্ট। ফলে পাইপ লাইনের মাধ্যমে কোভিড হাসপাতালে সহজেই পৌঁছে দেওয়া যাবে অক্সিজেন। 


মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ৭-১০ দিনের মধ্যে ইস্কোর এই স্কুলে কোভিড হাসপাতাল চালু হবে বলে জানিয়েছেন জেলাশাসক বিভু গোয়েল।


হাসপাতালের বেডের সমস্যা মেটাতে তৎপর হয়েছে মালদা জেলা প্রশাসনও। জেলার ৪টি হাসপাতালে তৈরি হচ্ছে কোভিড ওয়ার্ড। 


এর মধ্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হচ্ছে।  এছাড়া ৫০ বেডের কোভিড ওয়ার্ড তৈরি হচ্ছে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতাল, মিল্কি গ্রামীণ হাসপাতাল ও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।


অন্যদিকে জেলাশাসক জানিয়েছেন, মালদা মেডিক্যাল কলেজে কোভিড বেড ২০০ থেকে বাড়িয়ে আড়াইশো করা হচ্ছে। ইংরেজবাজার মডেল মাদ্রাসা স্কুলের সেফ হোমে বেড সংখ্যা ৭০ থেকে বাড়িয়ে ২০০ করা হচ্ছে। 


কোভিড ওয়ার্ড তৈরি ও বেড বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহের দিকেও নজর দিয়েছে জেলা প্রশাসন।  চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেঅক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদা মেডিক্যাল কলেজে বসানো হচ্ছে ২০ কিলোলিটার ধারণ ক্ষমতার অক্সিজেন ট্যাঙ্ক। 


জেলাজুড়ে বেড সংখ্যা বৃদ্ধির ফলে কোভিড রোগীদের আরও ভাল চিকিত্‍সা পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেই আশাবাদী প্রশাসন। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। করোনাকালে সংক্রমণের সর্বকালীন রেকর্ড হল রবিবার। 


শনিবারের থেকে সামান্য কমলেও, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২৪ জনের। টানা ষষ্ঠদিন দৈনিক মৃত্যু সংখ্যা একশো পেরোল। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় এদিনেও দৈনিক সংক্রমণ প্রায় ৪ হাজার ছুঁয়ে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক ৩ হাজার ৯৯৭ জন সংক্রমিত হন উত্তর ২৪ পরগনায়। 


কলকাতায় সংখ্যাটা ৩ হাজার ৯৬৬। একদিনে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের, একই সময় কলকাতায় ২৮ জনের প্রাণ কেড়েছে করোনা।হু হু করে সংক্রমণ বেড়ে চলায় রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৭।