কলকাতা: কাজাখস্তানে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Shooting Championship 2025) বাংলার ছেলে অভিনব সাউয়ের (Abhinav Shaw) চমকপ্রদ পারফরমেন্স। এই প্রতিযোগিতায় চতুর্থ দিনে চারটি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জেতে টিনএজার অভিনব। আসানসোলের এই শ্যুটারের পারফরম্যান্সের জোরেই শ্যুটিংয়ে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। একেবারে শীর্ষে রয়েছে ভারতীয় দল

এক্স হ্যান্ডল পোস্টে অভিনবকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই, এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee)। তিনি লেখেন, 'আমাদের আসানসোলের অভিনব কাজাকস্তানে ১৬তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালবাসা। পাশপাশি ওর বাবা, মা, বন্ধুবান্ধব ও পরিবারকেও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে আরও অনেক সাফল্যের জন্য শুভকামনা রইল।'

 

 

দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনব ও ভারতীয় শ্যুটিং দলকে অভিনন্দন, পোস্ট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। লম্বা পোস্টে বিরোধী দলনেতা অভিনবের দীর্ঘদিনের সাফল্য ও প্রতিভার জয়গান করেন। তিনি লেখেন, 'তরুণ ভারতীয় শ্যুটিং প্রতিভা অভিনব কাজাখস্তানের শ্যামকেন্তে মঞ্চ আলোকিত করেছে। বাংলার ছেলে অভিনব এবং গোটা ভারতীয় শ্যুটিং দলকেই দারুণ সাফল্য়ের জন্য অভিনন্দন। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।'

 

 

আসানসোলের সেন্ট ভিনসেন্ট হাই ও টেকনিক্যাল স্কুলের অভিনব মাত্র ১০ বছর বয়সেই জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল। এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও তার ইতিহাস গড়ার পালা অব্যাহত। পঞ্চম স্থানে শুরু করে ব্যক্তিগত বিভাগে টানটান লড়াইয়ে ২৫০.৪ পয়েন্ট স্কোর করে, মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে সে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে হারিয়েছে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুর সঙ্গে ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে। এই ১৮৯০.১ এশিয়ান ও জুনিয়র বিশ্ব রেকর্ডও বটে। 

শ্যুটিং চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে পাঁচটি সোনার মধ্যে চারটিই এল ভারতের দখলে। ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল মোট ২৬। এর মধ্যে ১৪টি সোনা, ছ’টি রূপো এবং ছ’টি ব্রোঞ্জ পদক রয়েছে। পদক তালিকায় কিন্তু শীর্ষে ভারতের দৌরাত্ম্য অব্যাহতই রইল।