কলকাতা: প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ঝাড়খণ্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল বাংলাকে। দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলার সামনে ওড়িশা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) দ্বিতীয় ম্যাচের আগে বাংলা শিবিরকে চনমনে করে তুলেছে দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি।
শাহবাজ আমেদ ও মুকেশ কুমার। এঁদের মধ্যে শাহবাজ সদ্য ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। আর মুকেশও তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে চনমনে বাংলা শিবির।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলছেন, 'প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তাই এই ম্যাচ একটা চ্যালেঞ্জ। তবে এই পর্যায়ে কোনও ম্যাচই সহজ নয়। আমরা তৈরি। একে অপরকে সমর্থন করছি সকলে। কালকের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি সকলে। নিজেদের সেরাটা দেব। লড়াকু ক্রিকেট খেলব।'
মোদির প্রশংসা
ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদ হারানোর নেপথ্যে কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে। অথচ সেই দলেরই প্রধান মুখের প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, একদিনে কেউ নরেন্দ্র মোদি (Narendra Modi) হতে পারে না।
বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সৌরভ। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সৌরভ বলেন, 'একদিনে কেউ সচিন তেন্ডুলকর হয় না। একদিনে কেউ অম্বানি হয় না। একদিনে কেউ নরেন্দ্র মোদি হয় না।'
সৌরভের মুখে মোদির নাম শুনে এদিন অনুষ্ঠানে হাজির অনেকেই চমকে গিয়েছেন। কারণ, সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার নেপথ্যে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, সক্রিয় রাজনীতিতে যোগে দেওয়ার প্রস্তাব ফেরানোতেই হয়তো পদ খোয়াতে হল সৌরভকে। তাঁর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ হারানোর নেপথ্যেও অনেকে বিজেপিকে দায়ী করছেন। সেই অবস্থায় সৌরভের মুখে প্রধানমন্ত্রীর নাম শোনাটা অনেককেই বিস্মিত করছে।