মুম্বই: চলতি বছরের শুরুর দিকেই ঘোষণা হয় যে, জনপ্রিয় 'দৃশ্যম টু' (Drishyam 2) ছবির কথা ঘোষণা করা হয় নির্মাতাদের পক্ষ থেকে। ২০১৫ সালে মুক্তি পায় ক্রাইম থ্রিলার 'দৃশ্যম'। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অজয় দেবগন, শ্রিয়া সরন, তব্বুক, রজত কপূরকে। এই ছবির সিক্যুয়েলের কথা ঘোষণা হতেই দর্শকদের উত্তেজনা নজর কাড়ে। নেট দুনিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। তবে, প্রথম ছবির থেকে সিক্যুয়েলে পরিবর্তন এসেছে অভিনেতার তালিকায়। অজয় দেবগন (Ajay Devgn), তব্বুর (Tabbu) সঙ্গে এই ছবির টিমে যোগ দিয়েছেন বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা অক্ষয় খন্না। আজ এই ছবিতে অক্ষয় খন্নার ফার্স্ট লুক প্রকাশ হল। বলিউড অভিনেত্রী তব্বু থেকে নির্মাতারা তাঁর লুক প্রকাশ্যে এনেছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অক্ষয় খন্নার (Akshaye Khanna) লুক সামনে আসতেই যেন ছবিকে ঘিরে রহস্য আরও বেড়েছে। 


'দৃশ্যম টু' ছবিতে অক্ষয় খন্নার লুক প্রকাশ্যে-


এদিন বলিউড অভিনেত্রী তব্বু থেকে 'দৃশ্যম টু' ছবির পরিচালক অভিষেক পাঠক  নেট দুনিয়ায় অক্ষয় খন্নার লুক প্রকাশ্যে এনেছেন। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, একটি দাবার বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। নীল রঙের ব্লেজারে অক্ষয় খন্নার লুক এই ছবির রহস্য আরও আরও বাড়িয়েছে। তব্বু থেকে ছবির পরিচালক অক্ষয় খন্নার ফার্স্ট লুক পোস্ট করে লিখেছেন যে, 'শত্রুকে হারানোর সুযোগ শত্রু নিজেই আপনাকে দেয়।' চলতি বছর ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। প্রথম ছবি থেকেই এর জনপ্রিয়তা নজরকাড়া। আর সিক্যুয়েলে ক্রমশ আরও রহস্য বাড়াচ্ছেন অজয় দেবগন থেকে অক্ষয় খন্না কিংবা তব্বু।



প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় 'দৃশ্যম'। ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার সেই ছবি ছিল আদতে মোহনলাল অভিনীত মালয়লম এক ছবির হিন্দি সংস্করণ। তারই দ্বিতীয় ভাগ 'দৃশ্যম ২'।  'দৃশ্যম ২' ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় খান্না, তব্বু, শ্রিয়া শরন, রজত কপূর ও ইশিতা দত্তকে। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতেও অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে। 'দৃশ্যম ২' ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় খন্না, তব্বু, শ্রিয়া সরন, রজত কপূর ও ইশিতা দত্ত। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতেও অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে। 


আরও পড়ুন - Vicky Katrina Updates: একসঙ্গে বেশি সময় কাটাতে পারছেন না ভিকি-ক্যাটরিনা! কেন?


দিন কয়েক আগেই এই ছবির টিজার প্রকাশ্যে আনেন অজয় দেবগন। সঙ্গে লিখেছেন, '২ আর ৩ অক্টোবর কী হয়েছিল মনে আছে তো? বিজয় সালগাওকর ফিরছে তার পরিবারকে নিয়ে।' টিজারে তব্বুর গলায় বলতে শোনা যাচ্ছে, 'যেখানে কোনও প্রমাণ কিংবা সাক্ষী থাকে না, একমাত্র স্বীকারোক্তিই একটা অপরাধের সমাধান করতে পারে।' আর তারপরই অজয় দেবগনকে বলতে শোনা যাচ্ছে, 'আমার নাম বিজয় সালগাওকর। আর এই আমার স্বীকারোক্তি।'