নয়াদিল্লি: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (Syed Mushtaq Ali T20) শেষ আটের লড়াইয়ে আজ, বৃহস্পতিবার কর্নাটকের বিরুদ্ধে নামছে বাংলা। যে ম্যাচে কর্নাটক পাচ্ছে না তাদের তারকা ত্রয়ীকে। যা কিছুটা হলেও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলা শিবিরকে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ কর্নাটক। গ্রুপ পর্বে দেবদত্ত পাড়িক্কল, ময়ঙ্ক অগ্রবাল, প্রসিদ্ধ কৃষ্ণদের মতো তারকা নির্ভর দলের বিরুদ্ধেও জিতেছিল বাংলা। শেষ আটের লড়াইয়ে দেবদত্ত, ময়ঙ্ক ও প্রসিদ্ধ দলে নেই। তাঁদের ছাড়াই খেলতে হবে করুণ নায়ার, মণীশ পাণ্ডেদের। বাংলার কাছে তাই কাজ কিছুটা সহজ হলেও প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিচ্ছেন না কোচ অরুণ লাল। তিনি বলছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ম্যাচের রং পাল্টে যেতে পারে। জিততে হলে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। বাংলার ক্রিকেটারদের মধ্যেও এই মনোভাব ফুটে উঠেছে। লড়াই করতে তাঁরা প্রস্তুত।'
প্রত্যেক বছরই দীপাবলির পরে এই সময়ে দিল্লিতে ভয়ঙ্কর বায়ুদূষণ থাকে। তার মধ্যেই চলছে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির নক-আউট পর্ব। বুধবার বাংলার প্র্যাক্টিসের সময়ও ধোঁয়াশা ছিল আকাশে। তারই মধ্যে দুপুর সাড়ে তিন ঘণ্টা অনুশীলন করেন বাংলার ক্রিকেটারেরা। দিল্লিতে খোঁজ নিয়ে জানা গেল, বাংলা ও কর্নাটক ম্যাচের পিচে ঘাস রয়েছে। বাংলার কোচের অনুমান, স্পিনাররা এই পিচে সাহায্য পাবেন না। বরং বাড়তি বাউন্স পেতে পারেন পেসাররা। তাই চার পেসার নিয়ে নামার কথা ভাবছে বাংলা।
ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছেন ঈশান পোড়েল। তাই মুকেশ কুমার ও আকাশ দীপের সঙ্গে বাঁহাতি পেসার হিসাবে গীত পুরিকে খেলানো হতে পারে। চতুর্থ পেসার হিসেবে সায়ন ঘোষ, অলোক প্রতাপ সিংহ ও মহম্মদ কাইফের মধ্যে যে কোনও একজনকে খেলানো হতে পারে। অরুণ লাল বলেছেন, ‘‘চার পেসার নিয়ে খেলার পরিকল্পনা রয়েছে। এ ধরনের শক্ত পিচে পেসাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারে। প্রচুর রান উঠতে দেখা যাবে। পিচে কোনও ফাটল নেই। মাটি খুবই শক্ত।’’
অভিমন্যু ঈশ্বরণ না থাকায় বাংলার হয়ে কোয়ার্টার ফাইনালে ওপেন করবেন শ্রীবৎস গোস্বামী। ঋদ্ধিমান সাহার জায়গায় নেওয়া হয়েছে তাঁকে। শ্রীবৎসকে উপরের দিকে ব্যাট করানো হলে বাংলার রানের গতি শুরুতেই বেড়ে যেতে পারে বলেই মনে করেন অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। সুদীপ বলছিলেন, ‘‘ওপেনিংয়ে রান হলে বাকিরাও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। শ্রী-এর থেকে ভাল ইনিংস আশা করছে দল। প্রত্যেকেই জেতার জন্য মরিয়া।’’