রাঁচি: টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন জাতীয় দলের মেন্টর। গ্রুপ পর্ব থেকেই ভারত বিদায় নেওয়ার পর দেশে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আপাতত তিনি নতুন বন্ধুকে নিতে মেতে রয়েছেন। তার সঙ্গে চা পান করতে করতে আড্ডাও দিচ্ছেন জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।


কে ধোনির সেই নতুন বন্ধু? 'হানি'। একটি রংচংয়ে টিয়াপাখি। বুধবার যার ছবি শেয়ার করেছেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, ধোনি চায়ের গ্লাস হাতে। আর তাঁর কাঁধে বসে রয়েছে একটি টিয়াপাখি। সাক্ষী ক্যাপশনে লেখেন, 'হানির সঙ্গে মাহি'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।



ক্রিকেটের বাইরে বাইকের প্রতি মহেন্দ্র সিং ধোনির টান কতটা, সেটা এতদিনে সকলের জানা। এছাড়া ধোনির ফার্মহাউসে যে বেশ কয়েকটি পোষ্য রয়েছে, সেটাও অজানা নয় কারও। ধোনির গ্যারাজে গাড়ির সংখ্যা যেমন দিনে দিনে বাড়ছে, ঠিক তেমনই বাগানবাড়িতে বেড়ে চলেছে পোষ্যের সংখ্যাও। বেশ কয়েকটি কুকুর আগে থেকেই রয়েছে ধোনির ফার্মহাউসে। একটি ঘোড়াও পুষেছেন ধোনি। এবার দেখা গেল ধোনির নতুন পোষ্যকে। সাক্ষী ধোনিই সোশ্যাল মিডিয়ায় হদিশ দিলেন অবসর সময়ে ধোনির নতুন সঙ্গীর।


ক্রিকেট থেকে দূরে থাকার সময় ধোনি সচরাচর রাঁচির ফার্মহাউসে পরিবারের সঙ্গেই সময় কাটান। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ধোনি ভারতীয় দলের মেন্টর হিসেবে কোহলিদের সঙ্গে আমিরশাহিতে উপস্থিত ছিলেন। তার আগে আমিরশাহিতেই আইপিএলে ব্যস্ত ছিলেন চেন্নাই অধিনায়ক। বিশ্বকাপ থেকে জাতীয় দলের সঙ্গে দেশে ফিরে রাঁচির ফার্মহাউসে অবসর যাপন করছেন ধোনি।


পরের বছরেই আইপিএলের মেগা নিলাম। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি অধিকাংশ তারকাকেই ছেড়ে দেবে। চেন্নাইও নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪জনকে রিটেন করতে পারবে। এবার নিলামে কোনও আরটিএম কার্ডও থাকবে না। এমন অবস্থায় ধোনিকে নিয়ে কী করবে চেন্নাইয়ে কর্তারা?  এন শ্রীনিবাসন জানিয়েছেন যে, ধোনি নিজে চান তাঁকে রিটেন করতে গিয়ে যেন বেশি অর্থ খরচ না করে সিএসকে।