নয়াদিল্লি: তাঁকে বিশ্বের সর্বকালের সেরা ফিনিশারদের অন্যতম মনে করা হয়। সেই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সামনেই শেষ বলে ছক্কা মেরে সোমবার তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়ে দিলেন শাহরুখ খান। টিভিতে যা দেখলেন ধোনি। সেই ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
ঘরোয়া ক্রিকেটের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল শেষ কবে এত টানটান উত্তেজনার হয়েছিল, মনে করতে পারছেন না অনেকেই। সেই ফাইনালে শেষ হাসি হাসলেন তামিলনাড়ুর ক্রিকেটারেরা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (Syed Mushtaq Ali T20) ফাইনালে কর্নাটককে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল তামুলনাড়ু। যে ম্যাচে শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে জেতালেন শাহরুখ খান। আইপিএলে যিনি পঞ্জাব কিংসের হয়ে খেলেন।
সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy) ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল হিসাবে নিজেদের নাম লিখিয়ে নিল তামিলনাড়ু (Tamil Nadu)। সোমবার শেষ ওভারের রুদ্ধশ্বাস ফাইনালে কর্নাটককে ৪ উইকেটে হারিয়ে খেতাব জেতে তামিলনাড়ু। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের নায়ক হয়ে যান শাহরুখ খান (Shahrukh Khan)।
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিজয় শঙ্করের তামিলনাড়ু কর্নাটককে ব্যাট করতে পাঠায়। অভিনব মনোহরের ব্যাটে (৩৭ বলে ৪৬) কর্নাটক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। জবাবে তামিলনাড়ু ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়। শেষ ওভারে তামিলনাড়ুর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। সেখান থেকে শেষ বলে জয়ের জন্য তামিলনাড়ুর প্রয়োজন ছিল ৫ রান। সেখানে ছয় মেরে শাহরুখ খান দলকে চ্যাম্পিয়ন করিয়ে দেন। তিনি ছ নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলের ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলেন। তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ রান নারায়ণ জগদিসানের (৪৬ বলে ৪১)।
২০১৮ সাল থেকে ধরলে মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে আসছে কর্নাটক আর তামিলনাড়ু। ২০১৮ ও ২০১৯ সালে পর পর দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন মণীশ পাণ্ডে, করুণ নায়াররা। তার মধ্যে শেষবার তামিলনাড়ুকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কর্নাটক। শেষ দু’বার আবার দাপট দেখাচ্ছেন বিজয় শঙ্করের টিম। এই হিসেব ধরলে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী এই দুই রাজ্য। চার বারের মধ্যে তিনবার করে ফাইনালে উঠেছে তারা।