মুম্বই: উপমহাদেশের ২২ গজে লড়াই মানেই সব দলই চায় স্পিনের ছোবলে প্রতিপক্ষকে আঘাত করতে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখন বেশি করেই দেখা যায় যে বোলিং দলের অধিনায়ক প্রথম ওভারেই বোলিং আক্রমণে নিয়ে এসেছেন তাঁর দলের অভিজ্ঞ স্পিনারকে। এবার সেই পথেই কি রবিবার হাঁটবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের স্পিনার ও প্রাক্তন নাইট রাইডার্স বোলার পীযূষ চাওলা কিন্তু তেমনই পরামর্শ দিচ্ছেন। নিজের সোশ্যাল মিডিয়া কু-তে একটি পোস্ট করেছেন পীযূষ। সেখানে এই লেগস্পিনার লিখেছেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল পাওয়ার প্লে-তে স্পিনের মাধ্যমে আক্রমণ করতে পারে। এই রণনীতি অনেক দলের বিরুদ্ধেই ভীষণভাবে সফল হয়েছে এর আগেও। আজকের খেলার জন্য এই রণনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ম্যাচে।' উল্লেখ্য, ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে যে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল, সেই দলেরও সদস্য ছিলেন পীযূষ।






 


নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ কে এগিয়ে? বিরাট বনাম কেন যুদ্ধে আজ কে জিতবে? কার পাল্লা ভারী? এই প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে গত ১৮ বছর ধরে জয় অধরা ভারতীয় দলের। আর সেই খরাই এবার কাটাতে চাইছে টিম ইন্ডিয়া। আজ দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয় পায়নি টিম ইন্ডিয়া। সুপার সানডের সুপার মহারণে সেই খরা কী কাটবে? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।


আরও পড়ুন: ড্রেসিংরুমে শার্দুল-ঈশানের কাপল ড্যান্স ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়