দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা চলছে। মূল পর্বের ৪টি জায়গার জন্য লড়াই করছে ৮ দল। পাশাপাশি মূলপর্বে খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করা দলগুলি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্য়াচ খেলছে। তবে এখন থেকেই সকলের নজর ২৪ অক্টোবরের দিকে। সেদিন ভারত ও পাকিস্তানের মহারণ।


দুই দলই সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে টুর্নামেন্টে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই একে অপরের মুখোমুখি হবে। ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা একেবারে আলাদা। ২৪ অক্টোবর মুুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে উন্মাদনায় ফুটছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে নানা জল্পনা, চর্চা চলছে। তার মাঝেই দুই দেশের ক্রিকেট বিশেষজ্ঞ বা ক্রিকেটাররা নানা মন্তব্য করছেন। যাতে এই ম্যাচের পারদ হু হু করে আরও চড়ছে।


পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনভীর আমেদ বলেছেন, ভারত নাকি চাপে রয়েছে। তাই তারা মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। যে মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।






তনভির আমেদ বলেছেন, ‘কোনও সন্দেহ নেই যে, খাতা-কলমে ভারত সেরা দল। যে ভাবে ওরা গোটা বিশ্বে দাপিয়ে ক্রিকেট খেলেছে। তবে ওদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখুন। প্রথমেই বলব বিরাট কোহলির কথা। ও তো মারাত্মক চাপেই রয়েছে। যে কারণে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিতে চলেছে। ও বলেছে, ওর পারফরম্যান্সে প্রভাব পড়ছে বলেই ও আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে না।’ পাক তারকা যোগ করেছেন, ‘ভারত হয়তো সত্যিই চাপে রয়েছে। সে কারণেই এমএস ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। আইপিএলের দিকে দেখুন। যে দশ জন সেরা পারফরম্যান্স করেছে, তাদের কেউই বর্তমান ভারতীয় দলের সদস্য নয়। স্পিনার আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা খুব ভাল পারফরম্যান্স করেনি। স্বভাবতই ওদের একটা চাপ তো রয়েছেই।’


আইসিসি বিশ্বকাপের মঞ্চে সে ৫০ ওভারের হোক বা ২০ ওভারের এখনও অপরাজিত ভারত। ২০০৭ সালে তো প্রথবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফাইনালেও দেখা হয়েছিল ২ দলের। সেবারও জয় পেয়েছিল ভারত। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত এবার প্রথম ম্যাচেই তাঁদের চির প্রতিদ্বন্দ্বী দলের আমনে সামনে হতে চলেছে। শুরু হয়ে গিয়ে মৌখিক যুদ্ধ। সম্প্রতি এক পাক টেলিভিশন সঞ্চালক মন্তব্য করেছিলেন যে ''এবার পাকিস্তান তারিখ বদলে দেবে''। সেই প্রসঙ্গ টেনে এনেই সহবাগ জানান, '২০১১ সালের বিশ্বকাপ হোক কিংবা ২০০৩ সালের বিশ্বকাপ, আমাদের উপর চাপ সবসময় কম ছিল। কারণ বিশ্বকাপে আমাদের অবস্থান পাকিস্তানের তুলনায় প্রত্যেকবারই ভাল ছিল। আমরা তাই কখনওই বড় বড় কোনও মন্তব্য করিনি। কিন্তু পাকিস্তান বরাবরই বড়সড় মন্তব্য করে এসেছে। ভারত তা না করে, নিজেদের প্রস্তুতির দিকেই বেশি নজর দিয়েছে।'