ওমানঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে নিল ওমান। তাঁদের ১০ উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল। যোগ্যতা অর্জন পর্বে বি গ্রুপের পাপুয়া নিউ গিনি ও ওমানের মধ্যে ম্যাচই ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক। প্রথম ২ ওভারে পরপর কোনও খাতা খোলার আগেই ২ উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। তবে এরপর একটু পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি। আসাদ টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান করেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৬ রান করে তিনি আউট হন। চার্লস ৩৭ রান করেন। এছাড়া আর কেউই দলের জন্য রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান বোর্ডে তুলতে সমর্থ হয় পাপুয়া নিউ গিনি।
জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলে ম্যাচে জয় ছিনিয়ে নেয় ওমান। আকিব ইলিয়াস ও যতিন্দর সিংহ মিলে দলকে জয় এনে দেন। আকিব ৫ টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে যতিন্দর ছিলেন আরও একটু মারমুখি মেজাজে। তিনি ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে তিনি ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। ঝড়ের বেগে ২ ওপেনার রান তোলায় মাত্র ১৩.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওমান। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেওয়ার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ওমানের অধিনায়ক জিসাম মাকসুদ।
এদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও স্কটল্যান্ড। আটটি দল যোগ্যতা অর্জন পর্বে লড়াই করবে সুপার ১২ তে সুযোগ করে নেওয়ার জন্য। এই আটটি দেশকে ২টো ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, বাংলাদেশ ও স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপের প্রথম ২টো দল সুপার ১২ তে জায়গা করে নিতে পারবে।