দুবাই: ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী পাক অধিনায়ক বাবর আজম। তারুণ্য় ও অভিজ্ঞতায় সম্পূর্ণ পাক শিবিরের ব্যাটিং বিভাগই দলের মূল মেরুদণ্ড বলে মনে করেন বাবর। তাই এই ব্যাটিংয়েই ভারত বধের ছক কষছেন তিনি। ২২ গজের লড়াইয়ে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বাবর বলেন, 'আমার মনে হয় আমাদের মূল শক্তি হল ব্যাটিং। যেভাবেই আমাদের ব্যাটাররা গত কয়েক বছরে ধারাবাহিক ভাল পারফর্ম করেছে। তাতে আমি আশাবাদী যে ব্যাটিং বিভাগই আমাদের দলকে জয় এনে দেবে। এছাড়াও অন্যান্য বিভাগেই ভাল পারফর্ম করতে পারব মনে করি।'
পাক ব্য়াটিং লাইন আপে বাবর আজম ছাড়াও রয়েছেন ফাখর জামান, আসিফ আলি, হায়দার আলি, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হাফিজ ও শোয়েব মালিক। শেষের ২ জনের অভিজ্ঞতাও একটা বড় প্লাস পয়েন্ট দলের। তুলনামূলকভাবে বোলিং ব্রিগেড কিছুটা তরুণ। বাবর আরও বলেন, 'বিশ্বকাপে নামার জন্য আমরা সবাই উত্তেজিত হয়ে আছি। দলের মনোবলও তুঙ্গে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ সবসময়ই ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ভাল পারফর্ম করেই পরের ম্যাচগুলোয় এগিয়ে যেতে চাই আমরা। আমরা আশাবাদী যে প্রথম ম্যাচে ভাল ফল করতে পারব আমরা।'
এদিকে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, 'অতীতের পরিসংখ্যান, রেকর্ড নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নই আমরা। এই বিষয়টা আমাদের লক্ষ্যভ্রষ্ট করে দেবে। তার জন্যই আগামী ম্যাচের দিকেই ফোকাস করতে চাই। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স দেখেছি। আমরা কোনওভাবেই দলটিকে ছোট করে দেখছি না। ওঁরা যথেষ্ট শক্তিশালী।'
তিনি আরও বলেন, 'আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। কারণ ওঁদের দলে অনেক তরুণ প্রতিভা রয়েছে। যারা মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দিতে পারে। অতীত ভেবে লাভ নেই, চাইছিও না। এটা বিশ্বকাপের মঞ্চ। এখানে যা কিছু হতে পারে। আমরা আমাদের নিজেদের ক্ষমতা, শক্তি সম্পর্কে ওয়াকিবহাল।'