শারজা: আজ একেবারে সুপার সানডে। একদিকে ভারত-পাক ২২ গজের যুদ্ধের উত্তাপ বাড়ছে চরচর করে। অন্যদিকে একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্য ম্যাচে এদিন মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূলপর্বে এদিন ২ দলই তাঁদের প্রথম ম্যাচ খেলতে নামবে। ভারত-পাক ম্যাচের আগেই এই ম্যাচে নামবে বাংলাদেশ-লঙ্কা বাহিনী। অর্থাৎ বলাই যেতে পারে যে রবিবার মিনি এশিয়া কাপ বিশ্বকাপের মঞ্চে। 


যোগ্যতা অর্জন পর্ব থেকে ২ দলই উঠে এসেছে সুপার ১২ তে। সেই পর্বে শ্রীলঙ্কা তাঁদের সব ম্যাচে জয় পেলেও, বাংলাদেশ তাঁদের প্রথম ম্যাচে হেরেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে হার কিছুটা হলেও ধাক্কা দিয়েছিল মাহমুদুল্লাহদের। কিন্তু এরপরের ২ টো ম্যাচে পরপর জিতে সুপার ১২ তে উঠে এসেছে টাইগাররা। 


বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে টাইগাররা। এই গ্রুপের অন্য ২ টো ম্য়াচে গতকাল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ইংল্য়ান্ড হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের। 


 


কখন ও কোন সময়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?


 


রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে ম্যাচ শুরু হবে। 


 


কোথায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?


এই ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়।


 


 


কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?


 


বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। 


 


 


কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?


 


এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।


আরও পড়ুন: ''কঠিন প্রতিপক্ষ পাকিস্তান, যে কোনও দলকে হারাতে পারে'', সাবধানবাণী কপিলের