সিডনি: নেভিল কার্ডাস লিখেছিলেন, স্কোরবোর্ড গাধা।


সিডনিতে ভারত-নেদারল্যান্ডস (Ind vs Ned) ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া যুগলও হয়তো ভেবেছিলেন, ক্রিকেটে হার-জিতের অঙ্কে তাঁদের দিন কাবার হবে, তা আবার হয় নাকি!                                  


ক্রিকেট মাঠে তাই জীবনের গান গাইলেন যুগল। কীভাবে?                                            


সিডনিতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন যুবক। সঙ্গে সঙ্গে টিভি ক্যামেরা ঘুরে গেল যুগলের দিকে। প্রেমিকের এই চমকে বান্ধবী এতটাই হতবাক যে, মুখে হাত দিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা গেল তাঁকে। তারপরই যুবক বান্ধবীর আঙুলে পরিয়ে দিলেন আংটি। রাজি হয়ে গেলেন যুবতী। তারপরই ভালবাসার আলিঙ্গন। গোটা স্টেডিয়াম তখন হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। প্রেমের এক অধ্যায় যেন লেখা থাকল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সেই ভিডিও ও ছবি তারপরই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হল।






সহজ জয়


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়রথ দৌড়চ্ছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৭৯/২ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২৩/৯ স্কোরে থেমে গেলেন ডাচরা। ভারত ম্যাচ জিতল ৫৬ রানে।                                           


রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ১ রান করে ফেরেন ওপেনার বিক্রমজিৎ সিংহ। টিম প্রিঙ্গল ১৫ বলে ২০ রান করেন। তিনিই ডাচদের সর্বোচ্চ স্কোরার। ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, আর অশ্বিন ও অক্ষর পটেল ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। 


আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের