করাচি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তান (Pakistan Cricket Team) স্কোয়াড ঘোষণা পিসিবি। বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) খেলতে নামবে পাকিস্তান শিবির। টুর্নামেন্টের জন্য পাক দলে ফিরেছেন শাহিন আফ্রিদি (Saheen Afridi)। এছাড়াও দলে ঢুকেছেন শান মাসুদ। দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে শাদাব খানকে।
চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি শাহিন আফ্রিদি। শ্রীলঙ্কা সফরে গিয়ে চোটের শিকার হয়েছিলেন এরপর চিকিৎসা সারতে লন্ডন চলে যান তিনি। এশিয়া কাপে পাকিস্তান শিবিরকে চিয়ার আপ করতে দুবাইয়ে উপস্থিত ছিলেন বাঁহাতি তারকা পাক পেসার। পিসিবির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে শাহিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অবশ্যই রাখা হবে। সেই মতই তাঁকে নিয়েই দল সাজানো হল।
এশিয়া কাপে নজরকাড়া পারফরম্যান্সের পর তরুণ পেসার নাসিম শাহকেও দলে রাখা হয়েছে। তবে এশিয়া কাপের দলে থাকা ফখর জামানের জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাক স্কোয়াডে। তবে স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন ফখর জামান, মহম্মদ হ্যারিস এবং শাহনওয়াজ দাহানি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আসি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।
টিকিট শেষ ভারত-পাক দ্বৈরথের
এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। গ্রুপ পর্বে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। সুপার ফোরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। অন্যদিকে বাবর আজমরা ফাইনালে উঠলেও দাসুন শনাকার শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতে ফেরেন।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে রোহিত বাহিনী।