Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন Tecno Camon 19 Pro Mondrian Edition। এই প্রথম টেকনো সংস্থা কোনও ফোন লঞ্চ করেছে যার ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে। এই ফোনে রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। এছাড়াও Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) মেন সেনসর। এই ফোনেও রয়েছে ভার্চুয়াল ভাবে র‍্যাম বাড়ানোর ফিচার। ৫ জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানো সম্ভব। এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও টেকনো সংস্থার এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে এই ফোনে ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই হিসেবে ব্যাটারি চার্জ বজায় থাকবে।


Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের দাম এবং উপলব্ধতা


টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ২২ সেপ্টেম্বর থেকে এই ফোনের প্রি-বুকিং শুরু হবে। অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে এই ফোনের প্রিবুকিং করা যাবে। এসবিআই- এর কার্ডে এই ফোন কিনলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাওয়া যাবে।


Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • টেকনো সংস্থার এই ফোন অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS 8.6- এর সাহায্যে পরিচালিত হবে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই র‍্যামের পরিমাণ ১৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • এই ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। TUV Rheinland সার্টিফিকেশন রয়েছে এই ডিসপ্লেতে। এর ফলে নীল আলো বা স্ক্রিনের ব্লু লাইট কম নির্গত হবে।

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর।

  • এই ফোনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড যার সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। এই ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হয়ে সাদা, গোলাপি এবং নীল- এই তিনটি রঙ হতে পারে। সূর্যের আলোর সংস্পর্শে এলে রঙ পরিবর্তন হবে।

  • টেকনো সংস্থার এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ১৩ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১৩ মিনিট।


আরও পড়ুন- ভিভো ভি২৫ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা