কলকাতা: সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দ্বীপরাষ্ট্রের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। টুর্নামেন্টে নয় উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। ফাইনালে ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য এক আগ্রাসী ইনিংসও খেলেছিলেন লঙ্কান তারকা। এশিয়া কাপের সিরিজ সেরা ঘোষণা করা হয়েছিল তাঁকে। সামনেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। তার আগে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) হাসারাঙ্গার বিষয়ে বাকি দলগুলিকে সতর্কবার্তা দিয়ে রাখলেন।

  


মুরলীর সতর্কবার্তা


মুরলীর মতে অস্ট্রেলিয়ার পিচে লেগ স্পিনার হাসারাঙ্গা কিন্তু বাকি দলগুলির ত্রাস হয়ে উঠতেই পারেন। তিনি বলেন, 'ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে দারুণ। অল্প বয়স হলেও, বিগত দুই, তিন বছর ধরে ও কিন্তু ভালই পারফর্ম করছে। অস্ট্রেলিয়ায় নিঃসন্দেহে অফস্পিনারদের থেকে লেগস্পিনাররা বেশি মদত পাবে। ওর বিরুদ্ধে ব্যাট করাটা কিন্তু একেবারেই সহজ হবে না। ওর থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে প্রতিপক্ষদের।' পাশাপাশি যোদ্য দল হিসাবেই শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে বলেও মত মুরলীর। 'বিগত কয়েক বছর ধরে আমরা তরুণ দল নিয়েই খেলছি। এশিয়া কাপেই আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলেছি। ওদেরই সেরা দল বলে মনে হয়েছে এবং যোগ্য দল হিসাবেই ট্রফি জিতেছে শ্রীলঙ্কা।'


বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শুক্রবার। এশিয়া কাপের দলই ধরে রাখা হয়েছে। প্রাক্তন অধিনায়ক দীনেশ চান্দিমল সুযোগ পেয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে শ্রীলঙ্কাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পায়নি শ্রীলঙ্কা। সুপার টুয়েলভ পর্ব খেলতে হবে শনাকাদের। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই মূল পর্বে দেখা যাবে এশীয় সেরাদের । যা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের অনেকে প্রশ্নও তুলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।


ঘোষিত দল:


দাসুন শনাকা (অধিনায়ক), দনুষ্কা গুণতিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ তিক্সানা, জেফ্রি ভ্যান্ডার্সে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা ও প্রমোদ মদুশন।





স্ট্যান্ড বাই: 

আশেন বান্দারা, প্রবীণ জয়বিক্রমা, দীনেশ চান্দিমল, বিনুরা ফার্নান্দো ও নুয়ানিন্দু ফার্নান্দো।




আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন এই স্পিনার?